নাটোর প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হৃদয় আহমেদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার বিকেল ৫টায় সিংড়া উপজেলার কালিগঞ্জ বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে সাভারে নিহত হৃদয় আহমেদের বাবা মো. রাজু আহমেদের হাতে নগদ ২ লাখ টাকা সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও নাটোর জেলা আমির ড. মীর নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি সাদেকুর রহমান।
ছাতারদিঘী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন- জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সাইদুর রহমান, মো. আফছার আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আ.ব.ম. আমান উল্লাহ্, সেক্রেটারি এনতাজ আলী, পৌর আমির মাওলানা সাদরুল উলা, সেক্রেটারি মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য আব্দুল মন্নাফ, নাটোর শহর জামায়াতের যুব বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহমান, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মীর মো. কুতুবুল আলম প্রমুখ।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে সাভারে পুলিশের গুলিতে নিহত হন উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের রাজু আহমেদের ছেলে হৃদয় আহমেদ।