মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ।। ৬ কার্তিক ১৪৩১ ।। ১৯ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :
সাহিত্যের বিকাশে ইসলামি বইমেলা নতুন মাত্রা যোগ করবে: ধর্ম উপদেষ্টা সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত জাতীয় মসজিদের খতীব মুফতি আব্দুল মালেকের বিনয় ও আমাদের শিক্ষা ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল আগামীকাল সম্মেলনে যোগ দিতে আগামীকাল ভোলায় যাচ্ছেন মাও. মামুনুল হক গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের তাবলিগের উভয়পক্ষকে এক করতে উদ্যোগ নিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মুফতি আব্দুল মালেকের কাছে বায়তুল মোকাররমে উন্মুক্ত হাদিসের দরসের প্রত্যাশা শিবালয়ে অক্সফোর্ড একাডেমি স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত ওআইসিভুক্ত ‘ফিকহ একাডেমি’র বাংলাদেশ প্রতিনিধি হলেন মুফতি মিজানুর রহমান সাঈদ

‘দ্বীনি শিক্ষা না থাকলে ছেলেমেয়েরা এক দিন ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডিএমএম সেলিম উদ্দীন
ঝিনাইদহ প্রতিনিধি

‘দ্বীনি শিক্ষা না থাকলে ছেলেমেয়েরা এক দিন ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে’ বলে মন্তব্য করেছেন এশিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক ডক্টর মাওলানা শহিদুল ইসলাম ফারুকী। তিনি বলেন, বাংলাদেশে ২% মুসলমানের সন্তান মাদরাসায় পড়ে, বাকি ৯৮% স্কুল-কলেজে লেখাপড়া করে। তারা কুরআন-হাদিস শিক্ষা থেকে বঞ্চিত। তাদের ধর্মীয় শিক্ষা দিতে প্রতিটি মসজিদে মক্তব চালু করে দ্বীন-ধর্ম শিক্ষা দিতে হবে। নাহলে এই ছেলেমেয়েরা এক দিন ইসলাম ও কুরআন-সুন্নাহের বিরুদ্ধে দাঁড়াবে।

শনিবার ঝিনাইদহ শহরের কুটুম কমিউনিটি সেন্টারে ‘বর্তমান ইমাম-খতিবের দায়িত্ব-কর্তব্য’ শীর্ষক সেমিনারে প্রধান মেহমান ড. মাওলানা শহিদুল ইসলাম ফারুকী এসব কথা বলেন। ‘ঝিনাইদহ জেলা ইমাম পরিষদ’ এ সেমিনারের আয়োজন করে।

তিনি আরো বলেন, ইমামদের সহি দ্বীনের দাওয়াতি কাজ করতে হবে। সমাজের দুর্বল-অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ। তিনি বলেন, আমি আলেম-উলামা, ইমাম-খতিবরা আমার মাথার মনি। আল্লাহ যদি আমাকে কখনোও আপনাদের খেদমত করার সুযোগ দেন, তাহলে মাসিক ভাতা নির্ধারণ করার চেষ্টা করব ইনশাল্লাহ ।

এছাড়া আরো বক্তব্য দেন- মাওলানা মুশাহিদ আলি চকমপুরী, মাওলানা মোহাম্মদুল্লাহ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা সেলিম উদ্দিন, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা আহমাদুল্লাহ, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা মেহেদী হাসান লিপিয়ার।

মুফতি  মুনিরুল  ইসলাম আইউবীর পরিচালনায় সেমিনারে সমাপনী  বক্তব্য  দেন ঝিনাইদহ  জেলা ইমাম পরিষদ - এর সভাপতি মাওলানা আশরাফুল আলম।

অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম  মাওলানা দেলোয়ার হোসেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ