মাসুম পারভেজ শাকিল
মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মফিজউদ্দীন একাডেমী রুলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে প্রেসক্লাব মহেশপুরের সাংবাদিক বনাম বাঁশবাড়ীয়া ইউনিয়ন যুবদলের মধ্যে ফুটবল টুর্ন্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব মহেশপুরের সাংবাদিক বনাম বাঁশবাড়ীয়া ইউনিয়ন যুবদলের মধ্যে ফুটবল খেলায় সাংবাদিক ১ ও ইউনিয়ন যুবদল ১ গোলে ড্রে হয়েছে।
প্রভাষক জাহাঙ্গীর আলমের পরিচালনায় সাংবাদিকদের পক্ষে গোলটি করেন প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন।
খেলা শেষে বক্তব্য রাখেন প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সমাজ সেবক জাহাঙ্গীর আলম প্রমুখ।
খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সমাজসেবক জাহাঙ্গীর আলম।
এনএ/