শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ।। ২ কার্তিক ১৪৩১ ।। ১৫ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :
বরেণ্য আলেম মুফতি আবদুল মালেককে বায়তুল মোকাররমের খতিব নিয়োগ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, মানিকগঞ্জে ১৮ জনকে কারাদণ্ড দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভালো নেই ইমাম-মুয়াজ্জিনরা বরেণ্য আলেম সাবেক এমপি মুফতি ওয়াক্কাসের স্মরণসভা ১৯ অক্টোবর  গাজীপুরে কাওরাইদে যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ফরিদপুরে বাস খাদে পড়ে আহত ৩০, অলৌকিকভাবে উদ্ধার নবজাতক ফেনীতে মাদকসহ বাস কাউন্টার ম্যানেজার আটক সেনাবাহিনীর হস্তক্ষেপে সাড়ে তিন ঘণ্টা পর বিদ্যুৎ পেল মানিকগঞ্জবাসী নেতা পরিবর্তন না করে নীতি ও আদর্শের পরিবর্তন করুন: মুফতী ফয়জুল করীম গাইবান্ধায় বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

সেনাবাহিনীর হস্তক্ষেপে সাড়ে তিন ঘণ্টা পর বিদ্যুৎ পেল মানিকগঞ্জবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানিকগঞ্জ প্রতিনিধি

পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্তের প্রতিবাদে ও দুই দফা দাবিতে মানিকগঞ্জে পুরো জেলায় আজ বৃহস্পতিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীরা। এতে ভোগান্তি পড়েন জেলাবাসী। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে সাড়ে তিন ঘণ্টা পর বিদ্যুৎ–সংযোগ চালু হয়।

মানিকগঞ্জ সদর থানা-পুলিশ ও জেলা পবিস সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে দুই দফা দাবিতে সারা দেশে পবিসের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। তাঁদের দাবি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা। এদিকে দুর্নীতির দায়ে আজ সারা দেশে পবিসের ২০ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এর প্রতিবাদে ও দুই দফা দাবিতে আজ সকালে মানিকগঞ্জ সদরের বাগজান এলাকায় পবিসের প্রধান কার্যালয় প্রাঙ্গণে কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।

একপর্যায়ে বেলা ১১টার দিকে পুরো জেলায় বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে দেন তাঁরা। এতে ভোগান্তিতে পড়েন জেলাবাসী।

খবর পেয়ে বেলা একটার দিকে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। যৌথ বাহিনীর সদস্যরা বিদ্যুৎ–সংযোগ দেওয়ার জন্য পবিসের কর্মকর্তাদের নিয়ে আলোচনায় বসেন। এরপর বেলা আড়াইটার দিকে বিদ্যুৎ–সংযোগ দেওয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ গণমাধ্যমকে বলেন, সারা দেশে পবিসের কর্মকর্তাদের বরখাস্তের প্রতিবাদে এবং দাবিদাওয়া নিয়ে বিদ্যুৎ–সংযোগ বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করেন জেলা পবিসের কর্মকর্তা-কর্মচারীরা। যৌথ বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে সাড়ে তিন ঘণ্টা পর বেলা আড়াইটার দিকে বিদ্যুৎ–সংযোগ চালু করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ