হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ‘শাইখুল হিন্দ কনফারেন্স’ আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কাল (১৭ অক্টোবর, বৃহস্পতিবার) সকাল ১০ টায় জেলা পরিষদ অডিটরিয়ামে শুরু হবে এ কনফারেন্স। চলবে বিকাল ৫টা পর্যন্ত।
কনফারেন্সে সভাপতিত্ব করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা মাসরুরুল হক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন জমিয়ত মহাসচিব শায়খুল হাদিস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
কনফারেন্স উদ্বোধন করবেন জমিয়ত হবিগঞ্জ জেলা সভাপতি হাফিজ মাওলানা শামছুল হক সাদী।
আলোচনা করবেন শায়খুল হাদিস মাওলানা আব্দুর রব ইউসুফী (সহ-সভাপতি), শায়খুল হাদিস মাওলানা নুরুল ইসলাম খাঁন (সহ-সভাপতি), মাওলানা জুনায়েদ আল হাবীব (সহ-সভাপতি)।
এছাড়া জেলা ও উপজেলার জমিয়ত নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
কনফারেন্সে অংশ নিতে সর্বস্তরের তৌহিদী জনতাকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বাংলাদেশ’র সাধারণ সম্পাদক মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী
হাআমা/