ভোলা প্রতিনিধি
রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে অধ্যয়নরত ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে কলেজটির (২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের) শিক্ষার্থী আব্দুল্লাহ্ আল আকমানকে সভাপতি এবং (২০১৯-২০ শিক্ষাবর্ষের) শিক্ষার্থী শাওন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার কবি নজরুল সরকারি কলেজস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টামণ্ডলীর পরামর্শক্রমে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে মো. নাহিদকে সিনিয়র সহ-সভাপতি মনোনীত করা হয়। এছাড়া সহসভাপতি হিসেবে ১৩ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন- ইসমাঈল হোসেন, আল-আমিন, নাজিম উদ্দিন, রিয়াজ, রাশেদুল ইসলাম, শিহাব, ইসমাইল ইভান, জাকির, পারভেজ, মনির, হানজালা, আলভী হাসান ও হামিম।
কমিটির অন্যান্য পদে মনোনীতরা হলেন- সাংগঠনিক সম্পাদক মো. রায়হান, সহ-সাংগঠনিক সম্পাদক তাহের আহমেদ ও এআর আল আমিন। প্রচার সম্পাদক ইউশা বিন আলম, দপ্তর সম্পাদক মো. রাকিব, ছাত্রীবিষয়ক সম্পাদক নুসরাত জাহান, আইন বিষয়ক সম্পাদক শিবলু চাকলাদার ও শিক্ষাবিষয়ক সম্পাদক শাফায়েত হোসেন।