শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ।। ৬ পৌষ ১৪৩১ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৬


সিংগাইরে হেফাজতে ইসলামের গণ সমাবেশ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০১৩ সালে সিংগাইর উপজেলার অর্ন্তগত গোবিন্দল নতুন বাজর স্পটে ৪ জনকে শহীদ, শাপল চত্বরের গণহত্যা, ২০২১ সালে হেফাজতের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা-নির্যাতন, গণগ্রেফতার, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণ ও বর্বরচিত হত্যাকান্ডের বিচার এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ দেশে- শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষার দাবিতে মানিকগঞ্জের সিংগাইরে গণ-সমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিংগাইর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হবে।

সমাবেশে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।

প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মুফতি নাজমুল হাসান কাসেমী, মাওলানা আহমাদ আলী কাসেমী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব।

এছাড়া আরও উপস্থিত থাকবেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা আতাউল্লাহ্ আমিন, মুফতি ফয়জুল করিম কাসেমী, মুফতি বশির উল্লাহ্, মুফতি মুনির হুসাইন কাসেমী, মুফতি কেফায়াতুল্লাহ আযহারী, মুফতি আব্দুল ওয়াহ্হাব, মুফতি আব্দুল্লাহ্ ফারুকীসহ দেশ বরেণ্য জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ