রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৬


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহিদদের স্মরণে কলরবের গজল সন্ধ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা ও দোয়া মাহফিল। যেখানে গজল পরিবেশন করে জনপ্রিয় ইসলামী শিল্পীগোষ্ঠী কলরব। সাথে স্থানীয় শিল্পীদের সাথে অংশ নেয় রিসালাহ ও মুছলিহীন শিল্পীগোষ্ঠী।

বুধবার (১৮ সেপ্টেম্বর ২০২৪) বেলা ৩ টায় চবি শহিদ মিনার প্রাঙ্গণে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহীদুল হকের সভাপতিত্বে এই সাংস্কৃতিক সন্ধ্যা ও দোয়া মাহফিল পরিচালিত হয়।

অনুষ্ঠানে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সকল মতের শিক্ষার্থীরা থাকবে। বৈষম্যহীন নতুন ক্যাম্পাসে কেউ কাউকে মারবে না, নির্যাতন করবে না। কলরব এখানে প্রোগ্রাম করতেছে এটা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রেডিট যে, তারা কলরবের জন্য স্পেস করে দিতে পেরেছে।’

বিশিষ্ট বিজ্ঞানী বায়োকেমিস্ট্রি এন্ড মোলিকুলার বায়োলজির অধ্যাপক ড. আতিয়ার রহমান বলেন, ‘বিপ্লবোত্তর সময়টাতে আমরা নানা গোষ্ঠী ও সংস্কৃতির  যে ধারণাটাকে আমরা ইনক্লুড করছি, তারই প্রতিফলন হিসেবে আজকের এই আয়োজন। আয়োজকদের বিশেষ করে শহীদুল হক স্যারকে বিশেষ ভাবে অভিনন্দন জানাচ্ছি।’

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ