শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ।। ৬ পৌষ ১৪৩১ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
ইজতেমা ময়দানে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করুন: জমিয়ত ‘কওমি জনতাকে রাষ্ট্র থেকে দূরে রেখে সামষ্টিক জাতীয় উন্নয়ন সম্ভব নয়’ ‘এতায়াতী জামাত কোন মহল্লায় প্রবেশ করতে পারবে না’ আ.লীগ ক্ষমতায় আসার আগেই হত্যাকান্ড শুরু করেছিল: জামায়াত আমীর উপদেষ্টা হাসান আরিফের ইন্তেকালে খেলাফত আন্দোলনের শোক গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ফরিদপুরের ভাঙ্গায় ৫শতাধিক মানুষের খেলাফত মজলিসে যোগদান জুলাই-আগস্টে নিহতদের ছাড়া কারও প্রতি দায়বদ্ধতা নেই: জ্বালানি উপদেষ্টা চাঁদাবাজের তালিকা হচ্ছে, শিগগির গ্রেফতার শুরু: ডিএমপি কমিশনার বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের গুপ্তহত্যায় নড়াইলে মশাল মিছিল

ফের টেকনাফ সীমান্তের ওপারে গোলাগুলি, এপারে আতঙ্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলি ও মর্টার শেলের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে টেকনাফ সীমান্তের বাসিন্দারা। শনিবার (৬ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সীমান্তের শাহপরীর দ্বীপ, সাবরাং ও টেকনাফ পৌরসভা সীমান্ত থেকে থেমে থেমে গোলা ও মর্টার শেলের বিকট শব্দ শোনা যায় বলে জানায় তারা। 

এ ছাড়া শাহপরীর দ্বীপ ঘোলারচরের বিপরীতে মিয়ানমার জান্তা বাহিনীর রসদবোঝাই একটি নৌকা দুর্ঘটনায় এক বিজিপি সদস্য দ্বীপে আশ্রয় নিলে তাকে বিজিবির হেফাজতে নেওয়া হয়। এ সময় কয়েকটি মর্টারের শেলভর্তি বাক্স চরে ভেসে আসে বলে জানায় ওই এলাকার বাসিন্দারা।

শাহপরীর দ্বীপ বাজারপাড়ার এক বাসিন্দা বলেন, ‘সকাল থেকে সীমান্তের ওপারে গোলাগুলি ও মর্টার শেলের শব্দ শুনেছি। বিকেলে রাখাইনের আকাশে বিমান উড়তে দেখেছি। দুপুরে মিয়ানমারের জলসীমায় চলাচল করা সীমান্তে থাকা কয়েকটি নৌকা থেকে গুলি করতে দেখা গেছে। নৌকাগুলো মিয়ানমারের জান্তা বাহিনীর মালামাল বহনে ব্যবহৃত হয় বলে শুনেছি।

দ্বীপের আরেক বাসিন্দা বলেন, ‘সকালে মিয়ানমারের বিজিপির এক সদস্যকে নাফ নদের চরে উঠে আসতে দেখি। পরে তাকে বিজিবি বিওপিতে নিয়ে যাওয়া হয়।’ 

দ্বীপের বাসিন্দারা জানায়, শনিবার বিকেল ৪টার দিকে শাহপরীর দ্বীপের জেটি থেকে রাখাইনের আকাশে বিমান উড়তে দেখা যায়। এ সময় বিমান থেকে বোমা হামলার শব্দ শোনা গেছে বলে জানায় তারা।

তারা আরো জানায়, শনিবার ভোররাতে মিয়ানমারের জলসীমায় অবস্থান করা নৌবাহিনীর জাহাজ থেকে রসদ নিয়ে মংডু ফেরার সময় সাগরে জান্তা বাহিনীর একটি কাঠের নৌকা দুর্ঘটনার শিকার হয়। নৌকায় থাকা বিজিপি সদস্যদের একজন সাঁতরে দ্বীপের ঘোলারচরে ওঠেন। এ ছাড়া দ্বীপের বিভিন্ন স্থানে দুর্ঘটনার শিকার নৌকার মালামাল ভেসে আসে। সেখানে মর্টারের শেল দেখেছে স্থানীয় লোকজন। পরে সেগুলো স্থানীয় বিজিবির কাছে জমা দেয় তারা।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ