মো. সাখাওয়াত হোসেন,
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় অমর একুশে বই মেলা-২০২৪ এর শুভ উদ্বোধন করলেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার পিএএ।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে এ বই মেলার শুভ উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ।
ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি. এম. কুদরত এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম. হাবিবুর রহমান, ভাঙ্গা পৌর মেয়র আবু রেজা মো. ফয়েজ, সাবেক ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (বর্তমানে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া) উপজেলায় কর্মরত আজিম উদ্দিন রুবেল।
উপস্থিত ছিলেন ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুন আল রশিদ, বীর মুক্তিযোদ্ধাগণ, ভাঙ্গা উপজেলা আ'লীগের সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন, বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ প্রমুখ।
উল্লেখ্য, ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এনএ/