শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

ফরিদপুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন,
ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের সালথায় পুকুরের পানিতে পড়ে তুবা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক পাঁচটার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তুবা ওই গ্রামের হাফেজ মাওলানা তাজুল ইসলামের ছোট মেয়ে। 

হাফেজ মাওলানা তাজুল ইসলাম নগরকান্দা উপজেলার গজগাহ দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক।

এলাকার বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে তুবা বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। এসময় সবার অজান্তে শিশুটি বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। খোঁজা খুঁজির এক পর্যায়ে সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন তুবা এর মরদেহ পুকুরের পানিতে দেখতে পান।

তুবার পিতা মাওলানা তাজুল ইসলাম এর সহ শিক্ষক মাওলানা শামসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাওলানা তাজুল ইসলাম সাহেবের দুই মেয়ের মধ্যে ছোট মেয়ে তুবা বিকেলে পানিতে পড়ে মারা যান পরে রাত ৯টায় জানাজা শেষে কবরস্থানে রাখা হয়েছে তাকে।

এদিকে শিশু তুবার মৃত্যুতে  শোক প্রকাশ করেছে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি কেন্দ্রীয় ও ফরিদপুর জেলা শাখা। 

মৃত্যুতে আরো শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলার উপ-পরিচালক মো. সাহাবুদ্দিন। 
উপ-পরিচালক শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ