শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন

কবিরাজির কথা বলে ডেকে নিয়ে ইমামের মোটরসাইকেল চুরি!


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে কবিরাজির কথা বলে ডেকে নিয়ে মসজিদের এক ইমামের মোটরসাইকেল চুরি করেছে সংঘবদ্ধ চোর চক্র। বুধবার চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের আব্দুল কাদিরের ছেলে জামিল আহমদ (২৩) ও একই এলাকার উমর আলীর ছেলে ফাহিম আহমদ (২২)।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রাম থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক মাহিন আহমদ পনাইরচক জামে মসজিদের সাবেক ইমাম ছিলেন। তিনি কবিরাজিও করেন। তার বাড়ি বড়লেখা উপজেলার মাইজগ্রামে।

তিনি জানান, চাচাতো বোনের অসুস্থতার কথা বলে মাহিন আহমদকে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকাদক্ষিণ বাজারে আসার জন্য অনুরোধ করেন আরিফ মিয়া। তার কথামতো মাহিন আহমদ নিজ মোটরসাইকেল নিয়ে ঢাকাদক্ষিণ বাজারে যান। মাহিনকে কবিরাজির কথা বলে বাড়িতে নিয়ে যান জামিল আহমদ।

কবিরাজির জন্য রুমে নিয়ে বসানোর কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে কবিরাজ মাহিন দেখেন তার মোবাইল ও মোটরসাইকেল দুটোই হাওয়া। এ সময় ওখানে উপস্থিত আরিফ, ফাহিম ও জামিলকে জিজ্ঞাসা করলে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করে সেখান থেকে বিদায় করে দেন। খবর পাওয়ার ১২ ঘণ্টার মধ্যেই দুই চোরসহ চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

এমআর/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ