মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ।। ১ বৈশাখ ১৪৩২ ।। ১৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ভারতের ওয়াকফ বিল: অভিযান শুরু, বন্ধ করে দেওয়া হলো ১৭০ মাদরাসা ‘জাতি এবার হিন্দুত্ববাদ প্রভাবমুক্ত বাংলা নববর্ষ উদযাপন করল’ বানিয়াচংয়ে ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবারও ঢাকা-চট্টগ্রামে হজ প্রশিক্ষণ দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন ইরানের প্রতিরক্ষা নীতি ও পশ্চিমা হুমকি: যুদ্ধ কি অনিবার্য? মাদ্রাসা শিক্ষার্থী মানেই অনিশ্চিত গন্তব্যের যাত্রী নয়, চাই দৃষ্টিভঙ্গির পরিবর্তন ওয়াকফ বিল বাতিলে ভারতীয় দূতাবাস অভিমুখে খেলাফতের গণমিছিল আরজাবাদ মাদরাসারও শায়খুল হাদিস হলেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক সারা দেশে জুমার জামাতের সময় নির্ধারণ, সুবিধা-অসুবিধা ময়নাতদন্ত শেষে মাদরাসা ছাত্র জুলাই-শহীদ রাব্বির পুনঃদাফন

ঢাকায় ফিলিস্তিনি পতাকা বিক্রির ধুম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকা যেন আজ রূপ নিয়েছে এক খণ্ড ফিলিস্তিনে। দখলদার ইসরায়েল বাহিনীর বর্বরোচিত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হচ্ছে ঢাকায়। এই কর্মসূচিতে অংশ নিতে লাখ লাখ মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন। 

শনিবার (১২ এপ্রিল) সকাল থেকেই আসছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মাথায় কালেমা সম্বলিত ফিতা, হাতে ফিলিস্তিনের পতাকা নিয়ে শত শত মানুষ আসছেন সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে। কয়েক দিন ধরেই রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল, মানববন্ধন, প্রতিবাদ কর্মসূচিতে এখন নিয়মিত দেখা যাচ্ছে কালো, সাদা, সবুজ ও লাল রঙের পতাকাটি। এতে রাজধানীজুড়ে ফিলিস্তিনি পতাকা বিক্রির ধুম লেগেছে। পথে পথে বিক্রি হচ্ছে ফিলিস্তিনের পতাকা আঁকা টিশার্ট, ফিলিস্তিনের পতাকা, ফিতা ও ব্যাচ।

সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মার্চ ফর গাজায় অংশগ্রহণ করতে ছুটে আসছেন মানুষ। তাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে সঙ্গে নিচ্ছেন ফিলিস্তিনের পতাকা। কেউ কিনছেন কপালে লাগানোর ছোট পতাকা, কেউ মাঝারি সাইজের পতাকা, আবার কেউ কিনছেন বড় পতাকা। যার যার পছন্দ অনুযায়ী ফিলিস্তিনের পতাকা নিচ্ছেন সর্বস্তরের মানুষ। জানাচ্ছেন গাজাবাসীর প্রতি সংহতি।

মার্চ ফর গাজা উপলক্ষে ন্যায্য মূল্যে রাজধানীর বিভিন্ন মোড়ে বিক্রি হচ্ছে ফিলিস্তিনের পতাকা। কয়েকগুণ হারে বেড়েছে বিক্রির সংখ্যা। ১০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে পতাকা।

দোকানি হাসান উদ্দিন কাইয়ুম জানান, ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা জানাতে ন্যায্য মূল্যে পতাকা বিক্রি করছি। যাতে সারাদেশ থেকে আসা মানুষ পতাকা কিনতে পারেন। এটি শুধু পতাকা নয়, প্রতিবাদের ভাষাও।

হকার ফেরদৌস বলেন, ছোট পতাকা বিক্রি করছি ১০ টাকায়। আর কপালে লাগানোর পতাকা ২০ টাকা দামে, মাঝারি সাইজের পতাকা ৫০ টাকা আর বড় পতাকা ১৫০ টাকা বিক্রি করছি। আর প্যাকেজে ৩টি পতাকা বিক্রি করছি ১০ টাকা ছাড়ে ৫০ টাকায়।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ