ঈদ বোনাস, ২৫ ভাগ উৎপাদন বোনাস, নাইট বিল, টিফিন বিলসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের তেলিপাড়া এলাকায় ইস্মোগ সোয়েটার নামে একটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এর জেরে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন শ্রমিকরা। দীর্ঘ ভোগান্তির পর সড়ক ছাড়তে পোশাক শ্রমিকদের ৭ মিনিটের আল্টিমেটাম দেয় সেনাবাহিনী। পরে ১ মিনিটের মধ্যেই অবরোধ প্রত্যাহার করেন পোশাক শ্রমিকরা।
হ্যান্ড মাইকে এক সেনা কর্মকর্তা ঘোষণা করেন, আপনাদের দাবি-দাওয়া নিয়ে নেগোসিয়েশন চলছে, চলবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। ফ্যাক্টরির ভেতরে মালিক ও শ্রমিকের কোনো অমিল থাকলে সেটা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান হবে। কিন্তু গতকালও শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, রেসপেক্টেড আইজিপিও সংবাদ সম্মেলনে ডিরেক্ট বলে দিয়েছেন, কোনো রকম রোড ব্লক এখন থেকে গ্রাহ্য করা হবে না। রোডব্লক-জনভোগান্তি এক পানিশেবল ক্রাইম। এর জন্য আপনার যে কেউ সাজাপ্রাপ্ত হতে পারেন।
ওই সেনা কর্মকর্তা আরও ঘোষণা করেন, আপনাদের জন্য সময় হচ্ছে ৭ মিনিট। ৭ মিনিটের ভেতরে আপনারা সাইডে গিয়ে দাঁড়াবেন। রাস্তা যদি না ছাড়েন আপনাদের দাবি-দাওয়া কোথায় গেল ওইটা পরে দেখবো, আগে এখানে রাস্তা ক্লিয়ার করবো। আমার কথা পরিষ্কার, আমি আশা করি। ৭ মিনিট সময়। ৭ মিনিট পরে এখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্ট আদেশ ভঙ্গ করছেন এবং জনভোগান্তি ক্রিয়েট করেছেন। এই পানিশেবল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন। কথা পরিষ্কার বলে দিলাম। ৭ মিনিট পরে আমি ডেন দেখি রাস্তা ক্লিয়ার।
দাবি পূরণের আশ্বাস ও সেনাবাহিনীর আল্টিমেটামের ১ মিনিটের মধ্যেই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারী শ্রমিকরা রাস্তা ছেড়ে সরে দাঁড়ান। দুপুর পৌনে ১২টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন।
এর আগে শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে আন্দোলনে নামেন শ্রমিকরা। এদিকে অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তেলিপাড়া এলাকায় ইস্মোগ সোয়েটার কারখানার শ্রমিকরা আজ সকাল ৮টায় কাজে যোগ না দিয়ে ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন। একপর্যায়ে তারা বিক্ষোভ মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। সকাল ১০টা থেকে শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। অনেকেই পায়ে হেঁটে বা বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছেন।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, তেলিপাড়া এলাকায় ইস্মোগ সোয়েটার কারখানায় প্রায় ১২ শতাধিক শ্রমিক কাজ করছেন। দীর্ঘদিন কাজ করলেও তাদের ওভারটাইম বিল, নাইট বিল, মাতৃত্বকালীন ছুটি, বাৎসরিক টাকা পান না শ্রমিকরা। এ ছাড়া তাদের প্রোডাকশন রেট সঠিকভাবে দেওয়া হয় না। এ অবস্থায় ঈদ বোনাস, ওভারটাইম বিল, জিএমের পদত্যাগসহ ১৪ দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করেছেন তারা।
নারনা্/