।। আল আমিন বিন সাবের আলী ।।
রাজধানীর সাইনবোর্ডে অবস্থিত জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে জানুয়ারিতে।
আগামী শনিবার (৪ জানুয়ারি) মাদরাসা প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হবে।
জামিয়ার মুহতামিম ও মুতাওয়াল্লি মুফতি মুফিজুল ইসলামের সভাপতিত্বে নসিহত পেশ করবেন যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম, বেফাক ও আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান, তরজুমানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী (বাদ মাগরিব), ফরিদাবাদ মাদরাসার প্রধান মুফতি আবু সাঈদ, মুফতি জিয়াউল হক মজুমদার।
জানা যায়, এদিন বাদ ফজর থেকে বিকেল পর্যন্ত জামিয়ার কৃতি শিক্ষার্থীদের সমন্বিত সংগঠন ‘আবনাউল আশরাফিয়া’র পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত হবে। বিকেল থেকে জামিয়ার ইসলাহি মাহফিল, পুরস্কার বিতরণ ও দস্তারবন্দী অনুষ্ঠিত হবে।
এদিকে মাহফিল ও ফুযালা সম্মেলন সফল করার জন্য তাওহীদি জনতা ও প্রাক্তণ ছাত্রদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জামিয়ার মুহতামিম মুফতি মুফিজুল ইসলাম।
এনএ/