ইসলামী গবেষণা প্রতিষ্ঠান 'মাকাসিদ ইনস্টিটিউট' ও ইসলামী অর্থনীতি বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান 'আইএফএ কনসালটেন্সি' এর যৌথ উদ্যোগে রাজধানীর মিরপুরে চলছে 'ইসলামী অর্থনীতি ও মাকাসিদুশ শরীআহ' বিষয়ক এক কর্মশালা।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে মিরপুর-১৩ দারুল উলূম মাদরাসায় এ কর্মশালা চলছে বলে জানা গেছে। চলবে দুপুর ১টা পর্যন্ত। কর্মশালাটি রেজিষ্ট্রেশন সাপেক্ষে সকলের জন্য উন্মুক্ত।
কর্মশালায় মৌলিকভাবে চারটি বিষয়ে আলোচনা হবে —মাকাসিদুশ শরীআহ, ইসলামী অর্থনীতি, ইসলামী ফাইন্যান্স ও ইসলামী ব্যাংকিং।
'মাকাসিদুশ শরীআহ' বিষয়ে প্রশিক্ষণ দিবেন—
মাকাসিদ ইনস্টিটিউটের পরিচালক ডক্টর মাওলানা শহীদুল ইসলাম ফারুকী (গবেষক, মাকাসিদুশ শরীআহ ও পিএইচডি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া)।
'ইসলামী ফাইন্যান্স' বিষয়ে প্রশিক্ষণ দিবেন—
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ডক্টর মুহাম্মদ রুহুল আমীন রব্বানী (পিএইচডি, ইসলামী ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া)।
'ইসলামী অর্থনীতি' বিষয়ে প্রশিক্ষণ দিবেন—
আইএফএ কনসালটেন্সির পরিচালক মুফতি আব্দুল্লাহ মাসুম (সহকারী মুফতি, জামিআ শারঈয়্যাহ মালিবাগ, ঢাকা)।
'ইসলামী ব্যাংকিং' বিষয়ে প্রশিক্ষণ দিবেন—
বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ ডক্টর মাওলানা হাফিজুর রহমান (সিনিয়র এক্সিকিউটিভ ও মুরাকিব, সিটি ব্যাংক লি.)।
কর্মশালাটির উদ্বোধন করবেন—
বিশিষ্ট লেখক, গবেষক ও প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা লিয়াকত আলী এবং সমাপনী দুআ ও মুনাজাত করবেন—সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. এর বিশিষ্ট খলীফা শায়খ মাওলানা মুহাম্মদ সালমান (হাফিযাহুল্লাহ)।
কর্মশালাটির কো-অর্ডিনেটর হিসেবে আছেন মাকাসিদ ইনস্টিটিউট এর শিক্ষা পরিচালক মাওলানা হাফিজুর রহমান।
কর্মশালার মূল আয়োজক মাকাসিদ ইনস্টিটিউট অব ইসলামিক স্টাডিজ এন্ড রিসার্চের পরিচালক ও পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমীর ডক্টর মাওলানা শহীদুল ইসলাম ফারুকী বলেন—'বর্তমানে বিশ্বব্যাপী পূঁজিবাদী অর্থব্যবস্থার বিকল্প হিসেবে ইসলামী অর্থনীতির চর্চা শুরু হয়েছে। ব্যাংক, বীমা থেকে শুরু করে ফিন্যান্স ইন্ডাস্ট্রির সকল সেক্টরে ইসলামী অর্থনীতি অনুসরণের গুঞ্জন শুরু হয়েছে। কিন্তু বাস্তবে প্রকৃতঅর্থে কিভাবে ইসলামী অর্থনীতি ও ফিকহুল মুআমালাত বাস্তবায়ন সম্ভব? এর জন্য প্রয়োজন ইসলামী অর্থনীতি ও ফিকহুল মুআমালাত সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করা। পাশাপাশি ইসলামী অর্থনীতিতে মাকাসিদুশ শরীআহ সম্পর্কেও গভীর ইলম অর্জন করা।
তিনি আরও বলেন, মাকাসিদুশ শরীআহ বিষয়টি বর্তমানে সকল ইসলামী গবেষণার প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। মাকাসিদুশ শরীআহর গুরুত্ব ইসলামী অর্থনীতিতে সবচেয়ে বেশি। অর্থনৈতিক অঙ্গনে উদ্ভুত নিত্যনতুন সকল সমস্যার সমাধানে মাকাসিদুশ শরীআহ'র বিকল্প নেই। আর এজন্যই আমরা 'ইসলামী অর্থনীতি ও মাকাসিদুশ শরীআহ' শীর্ষক কর্মশালাটির আয়োজন করেছি।'
এনএ/