আগামীকাল (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুর (আঞ্চলিক) শিক্ষাবোর্ডের অধীনে ৭ম কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী জলসা। বিকাল ৩টায় ইত্তেফাক কার্যালয় জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণী জলসা অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
সভাপতিত্ব করবেন জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের স্বনামধন্য মুহতামিম ও ইত্তেফাক সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।
ইত্তেফাকের দফতর সম্পাদক মাওলানা নূর মুহাম্মদ কাসেমি জানিয়েছেন, এ পুরস্কার বিতরণী জলসায় ইত্তেফাকের ৭ম কেন্দ্রীয় পরীক্ষায় বিভিন্ন বিভাগে মেধাতালিকায় উত্তীর্ণ প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। উক্ত জলসায় দেশবরেণ্য উলামায়ে কেরামের উপস্থিত থাকবেন।
এনএ/