শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪ ।। ২৩ কার্তিক ১৪৩১ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূল সা. এর জীবনাদর্শ প্রতিষ্ঠা করতে হবে’ কোনো দলের লেজুরভিত্তি করে ক্ষমতায় যেতে চায় না: চরমোনাই পীর আর-রহমান হুফফাজ ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতার অডিশন সম্পন্ন মিডিয়ায় অসত্য প্রচার নিন্দনীয় জঘন্য কাজ: বায়তুল মোকাররমের খতিব গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনও থেমে নেই : তারেক রহমান দারুল উলুম দেওবন্দ পরিদর্শনে লাগবে অনুমতিপত্র শেখ হাসিনা মানুষের ওপর জুলুম করেছে : জামায়াত আমির ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না চবি ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে তামজিদ-রোমান কুড়িল বিশ্বরোডে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন

কুড়িল বিশ্বরোডে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির দাঁড়িয়ে থাকা একটি দ্বিতল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।  শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।  দুপুর ২টা ৮মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। বলেন, দুপুর ১টা ৪০ মিনিটে কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার খবর আসে আমাদের কাছে। সংবাদ পাওয়ার পর কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে দুপুর ২টা ৮ মিনিটে আগুন নির্বাপণ করে তারা।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পারিনি- বাসে কীভাবে আগুন লেগেছে। এছাড়া কেউ হতাহত হয়েছে কি না- সেই খবরও পাওয়া যায়নি। আমরা যতটুকু জানতে পেরেছি, বাসটি কুড়িল বিশ্বরোডের ফ্লাইওভারের পাশে দাঁড়িয়েছিল।

খিলক্ষেত থানার এসআই শাহজাহান গণমাধ্যমকে বলেন, আমরা কুড়িল এলাকায় একটি বাসে আগুন লাগার সংবাদ পেয়েছি। তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে- তা আমরা এখনো জানতে পারিনি। বাসে কীভাবে আগুন লেগেছে- সেটা জানার জন্য আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ