বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ।। ১৪ কার্তিক ১৪৩১ ।। ২৭ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :
ভোলায় জরায়ুমুখ ক্যান্সারের টিকা নেওয়ার পর অসুস্থ ৬০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ৫ বানিয়াচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সাঘাটার খাদ্য কর্মকর্তা চাকরিচ্যুত, ৫২ লাখ টাকা জরিমানা বার্মিংহামে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত বিচারপতি জুবায়ের রহমানকে প্রধান করে ইসি পুনর্গঠনে সার্চ কমিটি নোয়াখালীতে ৩ লক্ষ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার শিবচরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুজন গুরুতর জখম, ঢাকা মেডিকেলে প্রেরণ নওগাঁ রাণীনগরে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প যশোরে মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ফাউন্ডেশনের ক্রয়মূল্যে কাঁচাবাজার খাগড়াছড়ি কাটিংটিলা জামে মসজিদের খতিব মাওলানা কারী সাইদুর রহমান আর নেই

কচুয়া উপজেলার কৃতী সন্তান ও পদস্থ কর্মকর্তাগণের সংবর্ধনা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকাস্থ কচুয়া ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়া উপজেলার কৃতী সন্তান ও পদস্থ কর্মকর্তাগণের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৩টায় রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সাবেক যুগ্ম সচিব মিজানুর রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ডাক্তার শহিদুল ইসলাম, কচুয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, সরকারি কর্ম কমিশনের সদস্য ডা. আমিনুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আব্দুল্লাহ আল মামুন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি কাজী ফজলুল করিম, সাবেক অতিরিক্ত সচিব মোস্তফা কামাল মজুমদার, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ শাহ্ ইমরান, সোনারগাঁ জাদুঘরের সাবেক পরিচালক ও সমাজ সেবক ড. বিশ্বনাথ সরকার, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সাদেকুর রহমান মোল্লা, দেওয়ান আহম মনিরুজ্জামান মানিকসহ কচুয়া উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

বক্তাগণ কচুয়া উপজেলা সাধারণ মানুষের কল্যাণের জন্য দায়িত্ব পালনে অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা সকল মত ও পথের মানুষকে ভেদাভেদ ভুলে কচুয়া ফাউন্ডেশনকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। সংবর্ধনা সভা পরিচালনা করেন অ্যাড. মোঃ মাঈনদ্দিন মাইনু ও মিজানুর রহমান মিয়াজি।

অনুষ্ঠানে নবনিযুক্ত সরকারি কর্ম কমিশনের সদস্য ডা. আমিনুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীতে পদোন্নতি পাওয়া মেজর জেনারেল আব্দুল্লাহ আল মামুন, সদ্য পদোন্নতি পাওয়া ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি কাজী ফজলুল করিম ও ইসলামি ফাউন্ডেশনের সচিব ইসমাইল হোসেনকে কচুয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ