শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের গ্রাজুয়েট ফার্মাসিস্টদের অধিকার নিশ্চিতকরণ ও হসপিটাল ফার্মেসি চালুর প্রত্যয় নিয়ে দেশের ফার্মাসিস্টদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আজিবুর রহমান। সহ-সভাপতি পদে সোহেল বিন আজাদ ও মোহাম্মদ মেহেদী হাসান তানভীরকে সাধারণ সম্পাদক করে  ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সংগঠন সূত্রে জানা গেছে, কমিটি গঠন উপলক্ষে ঢাকার একটি হোটেলে এক আলোচনা সভা ও  মতবিনিময়ের  আয়োজন করা হয়।

সভায় বক্তারা হসপিটাল ফার্মেসি চালুর মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যখাতের গুণগত মানোন্নয়ন, ফার্মাসিস্টদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের গুণগত ও পেশাগত মানোন্নয়ন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের প্রধান উপদেষ্টা মো. আমিনুল ইসলাম, বায়োফার্মা লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. সাইফুল ইসলাম, ফার্মাসিস্ট মো. বেলায়েত হোসেন, সদ্য সাবেক সভাপতি মো. হারুন আর রশিদসহ বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের সর্বস্তরের নেতৃবৃন্দ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৫টি ফার্মাসিউটিক্যালস কোম্পানির চেয়ারম্যান, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ফার্মাসিউটিক্যাল কোম্পানির শতাধিক প্রবীণ এবং নবীন ফার্মাসিস্টস।

এছাড়া কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত নেতারা হলেন, সিনিয়র সহ-সভাপতি এসএম আনোয়ার মজিদ তারেক, সহ-সভাপতি মো. জাকারিয়া ফারুকী, মো. মেহেদী হাসান, মো. কামরুজ্জামান, এ কে আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন আফরোজ, মো. কামরুজ্জামান খোকন, রেজওয়ানুল হক, মো. জহির রায়হান, অর্থ সম্পাদক আবুল ফজল, সাংগঠনিক সম্পাদক মো. আরমান হোসেন শুভ, সহ সাংগঠনিক সম্পাদক মো. মোকছিদুল ইসলাম, মো. আব্বাস উদ্দিন, জলাল উদ্দিন রাকিব, মো. মাহমুদুর রহমান সাদ, সাহেদ ভূইয়া, প্রচার সম্পাদক মমিনুল ইসলাম (নির্ঝর), সহ-প্রচার সম্পাদক সাইমুম ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, মো. নাজিম উদ্দীন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শিফাত উল্লাহ্ নিহাল, জয়া সাহা, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মো. মাহবুব রহমান তালুকদার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক মামুন গাজী, দপ্তর সম্পাদক মো. এহসান আহমেদ জুয়েল, মো. আশরাফুল রহমান ভূঁইয়া, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান মাহমুদ, তৌহিদুল ইসলাম, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক তাজিয়া ইসলাম নিশা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম নাহিদ, মো. সাদ্দাম হোসেন।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- মোহাম্মদ আরিফ খান, ইসমাইল হোসেন, এ কে এম ফয়জুল ইসলাম, ফয়সাল তারিক তনময়, মো. ওয়াছেল আলম, আইয়ুবালী, মো. মোহাইমিনুল ইসলাম, মো. পারভেজ আলম, আহসান হাবিব, মো. সালেহ সামির, ইত্তেহাদ খোন্দকার, দিপংকর অধিকারী, মো. ফিরোজুর রহমান, মো. মেজবাহ উদ্দিন সাব্বির, মো. তামিম খান, ঋষিকেশ দাশ, মো. আ. রাহিম সরকার।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ