শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান' বইয়ের মোড়ক উন্মোচন ২৫ নভেম্বর ‘আলেমদের নেতৃত্বেই কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব’ বইমেলায় ‘সঠিক নিয়মে হাতের লেখা প্রশিক্ষণ বাংলা’-এর মোড়ক উম্মোচন সিলেটে জমিয়তে উলামায়ে ইসলামের সমাবেশ শনিবার সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে আলেম রাজনীতিবিদরা খালেদা জিয়াকে পেয়ে সেনাকুঞ্জ গর্বিত: প্রধান উপদেষ্টা লক্ষ্মীপুর মারকাযুন নূরে ১১ মাসে হাফেজ হল ১১ বছরের শিশু আফসার যেসব অভ্যাস নীরবে মস্তিষ্কের ভয়াবহ ক্ষতি করে বৈষম্য ও অন্যায় নির্মূলে খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই: মজলিস আমীর আওয়ামীলীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান খেলাফত মজলিসের

আলেম মুক্তিযোদ্ধা লেখক মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর জানাজা ও দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

|| নুর আলম ||

আলেম মুক্তিযোদ্ধা ও লেখক মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী রহ.- এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।  শুক্রববার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯ টায় মিরপুর-১ অবস্থিত আরজাবাদ মাদরাসা প্রাঙ্গণে তার জানাজা অনিুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, মাদরাসার ছাত্র-উস্তাদ সহ স্থানীয় আলেম-উলামা।

জানাজা নামাজ পড়ান তার ছোট ভাই উবায়দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী। জানাজা শেষে তাকে মিরপুর-১  এ জান্নাতুল মাওয়া কবরস্থানে দাফন করা হয়।

প্রসঙ্গত, তিনি গত ১২ জানুয়ারি (বৃহস্পতিবার)  রাতে স্ট্রোক করেন। তারপর তাঁকে আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অতঃপর আজ শুক্রবার (১৯ জানুয়ারি) আসরের নামাযের পর তিনি সেখানে ইন্তেকাল করেন।

উল্লেখ্য, আলেম মুক্তিযোদ্ধা লেখক মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধুর স্নেহধন্য একজন মানুষ। তিনি গণভবন ও সচিবালয় মসজিদের ভূতপূর্ব ইমাম ও খতিব ছিলেন দীর্ঘকাল। এছাড়া, তিনি বাংলাদেশ জমিয়াতুল মুদাররেসিনের সাবেক সভাপতি, বাংলাদেশ শিক্ষা বোর্ডের সাবেক সভাপতি এবং ইসলামিক ফাউন্ডেশনের লেখক, গবেষক ও সম্পাদক। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনর্গঠনে ভূমিকা রেখেছেন তিনি।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ