রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


তাবলিগ জামাতের ‘জোড় ইজতেমা’য় যাবেন যেভাবে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

৫৭তম বিশ্ব ইজতেমাকে সামনে রেখে রাত পোহালেই ঢাকার উত্তরার দিয়াবাড়িতে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। প্রায় একমাসের স্বেচ্ছাশ্রমে উত্তরার ১৫ নং সেক্টরের মেট্রোরেল স্টেশন সংলগ্ন খালি ময়দান জোড়ের জন্য প্রস্তুত হয়েছে। 

এই প্রথম বারের মতো যেহেতু সেখানে জোড় ইজতেমা হচ্ছে তাই অনেকেই ময়দানটি সঠিকভাবে চিনতে পারছেন না। কীভাবে যাবেন সেটিও বুঝতে পারছেন না। 

আরো পড়ুন>> রাত পোহালেই উত্তরার দিয়াবাড়িতে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ‘জোড় ইজতেমা’

ঢাকার উত্তরার ১৫ নং সেক্টর, ডিয়াবাড়ী, মেট্রোরেল স্টেশন (উত্তরা সেন্টার) সংলগ্ন মাঠে আয়োজিত এবারের জোড় ইজতেমায় বাস ও রেল যোগে যাওয়ার রাস্তা হলো-

রেল-
বাংলাদেশের যেকোনো স্থান থেকে বিমানবন্দর রেল স্টেশন। সেখান থেকে রাইদা বাসে উত্তরা ১২নং সেক্টর, খালপাড়, ভাড়া-১০/-টাকা। খালপাড় থেকে রিক্সা বা অটোতে উত্তরা সেন্টার স্টেশন সংলগ্ন জোড়ের ময়দান ২০/-টাকা ভাড়া দিয়ে যাওয়া যাবে।

মেট্রোরেল-
মতিঝিল, প্রেসক্লাব, ফার্মগেট, মিরপুর থেকে ডিয়াবাড়ি উত্তরা সেন্টার স্টেশন সংলগ্ন জোড়ের ময়দান।

বাস-
বাংলাদেশের যেকোনো স্থান থেকে উত্তরার হাউজ বিল্ডিং। সেখান থেকে রাইদা বাস বা লেগুনায় উত্তরা ১২নং সেক্টর, খালপাড়। খালপাড় থেকে রিক্সা বা অটোতে উত্তরা সেন্টার স্টেশন সংলগ্ন জোড়ের ময়দান ২০/-টাকা ভাড়া দিয়ে যাওয়া যাবে।

জোড় ময়দান

প্রসঙ্গত, সাধারণত বিশ্ব ইজতেমার আগে জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। এ জোড় ইজতেমায় তাবলীগের সব সাথীরা অংশ গ্রহণ করতে পারেন না। শুধুমাত্র তিন চিল্লার সাথীদের নিয়ে অনুষ্ঠিত হয় এ জোড় ইজতেমা।

তিন চিল্লার সাথীদের মধ্য থেকে কিছু অংশ বিশ্ব ইজতেমার আয়োজনে টঙ্গীর ইজতেমার মাঠে কাজে যোগদান করেন। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ইজতেমা মাঠের যাবতীয় কাজ সম্পন্ন করেন তারা। আর বাকী সাথীরা বিশ্ব ইজতেমার দাওয়াত নিয়ে ময়দানে বেরিয়ে পড়েন।

আরো পড়ুন>> নির্বাচনে অংশ নেওয়ায় দলের কেন্দ্রীয় উপদেষ্টাকে অব্যাহতি দিলেন চরমোনাই পীর

উল্লেখ্য, টঙ্গীর তুরাগ তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম গণজমায়েত বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারিত হয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই পর্বে অনুষ্ঠিত হবে ৫৭ তম বিশ্ব ইজতেমা। ইজতেমার প্রথম পর্ব ২০২৪ সালের  ২ থেকে ৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব  ৯ থেকে ১১ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের ইজতেমায় আলমী শূরাপন্থী মুসল্লিরা অংশ নেবেন। তিন দিনের প্রথম পর্বের ইজতেমা শেষ হবে ৪ ফেব্রুয়ারি। ৯ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে মাওলানা সাদ কান্ধলভির অনুসারী মুসল্লিরা অংশ নেবেন।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ