ইনসাফ ভিত্তিক সমাজ, ইমাম ও খতিবদের অঙ্গীকার প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় কর্মশালা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৯ টায় ডেমরাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মুফতি আবু তাহের আল মাদানির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ইমাম-খতিবগণ হচ্ছে সমাজের কর্ণধার, দেশ ও জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়াই হলো কাজ। এ কাজগুলো যাতে পরিপূর্ণ ভাবে আদায় করা হয় এজন্য রাষ্ট্র ও প্রশাসনের সাথে সুসম্পর্ক রেখে জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ যে অগ্রণী ভুমিকা পালন করছে তা অত্যন্ত প্রশংসনীয়।
খতিবদের করণীয় সম্পর্কে আলোচনা করেন সংগঠনের উপদেষ্টা মাওলানা শামসুল হক, মাওলানা মুফতি বশিরুল্লাহ, যুগ্ম আহবায়ক মুফতি আনোয়ার শাহ আনসারী, মাওলানা কাজী হারুন জমিরী, মুফতি ওমর আল ফারুক সিরাজি, যুগ্ম সদস্য সচিব মাওলানা আমিনুল ইসলাম মারুফ, মাওলানা আবু আয়মান, মাওলানা আতাউর রহমান আলমপুরী, মাওলানা সাখাওয়াত জামীল, মাওলানা ফারহান উদি্দন, মাওলানা ডাঃ রফিক উল্লাহ হামিদি, মাওলানা মুফতি মাহমুদ, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা ক্বারি রশিদ আহমদ প্রমূখ।
এনএ/