নারী সংস্কার কমিশন বাতিলের দাবি জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের
প্রকাশ:
২৩ এপ্রিল, ২০২৫, ০৮:১১ রাত
নিউজ ডেস্ক |
![]()
নারী বিষয়ক সংস্কার কমিশনের পক্ষ থেকে গত ১৯ এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে ১৫টি মূল বিষয়সহ মোট ৪৩৩টি প্রস্তাব জমা দেওয়া হয়েছে। এতে কিছু সুপারিশ রয়েছে যা সরাসরি ইসলামের শিক্ষার পরিপন্থী। যেমন—যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া এবং ইসলামি উত্তরাধিকার আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়া। এই ধরনের প্রস্তাবনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের শীর্ষ নেতারা। এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এভাবে প্রকাশ্যে ইসলামবিরোধী অবস্থান নেওয়ার অধিকার কারো নেই। যারা ইসলামের মূলনীতিকে অস্বীকার করে, তারা মুসলিম পরিচয় দেওয়ারও যোগ্য নয়। নেতারা আরও বলেন, যেখানে কোনো নির্বাচিত সরকার এই ধরনের ইসলামবিরোধী আইন করার সাহস করেনি, সেখানে একটি অন্তর্বর্তী সরকার কীভাবে এই ধরনের উদ্যোগ নিতে পারে? এটি বিস্ময়কর। যদি এই প্রস্তাবনা কার্যকর হয়, তবে তা দেশের ধর্মীয় ঐতিহ্যের ওপর মারাত্মক আঘাত হানবে এবং মুসলিম সমাজে ফিতনা ও জেনা-ব্যভিচারের পথ খুলে যাবে। তাই ইসলামবিরোধী প্রস্তাবনা বাতিল এবং নারীবিষয়ক সংস্কার কমিশন সম্পূর্ণরূপে বিলুপ্ত করার দাবি জানান নেতৃবৃন্দ। বুধবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন দলের সভাপতি-ড. মাওলানা শুয়াইব আহমদ, সিনিয়র সহ-সভাপতি- মুফতি মাওলানা আব্দুল মুনতাকিম, সহ-সভাপতি-হাফিজ মাওলানা সৈয়দ তাছাদ্দুক আহমদ (কিদির্মিনিষ্টার), মাওলানা হামিদুর রহমান হিলাল (নিউক্যাসল), মাওলানা আব্দুল মজীদ (ডালস্টন), মাওলানা ফখর উদ্দীন (বামিংহাম), মাওলানা শাহ আমীনুল ইসলাম (স্কানথপ), মাওলানা মুফতি ছাবির (ওয়ালসল), মাওলানা আব্দুস সালাম (ব্রাডফোর্ড), মাওলানা আব্দুল হান্নান (লুটন), শায়খ সৈয়দ মুয়াজ (কিদির্মিনিস্টার), হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা আশফাকুর রহমান (লন্ডন), মাওলানা আব্দাল হুসাইন জগদলী, আলহাজ্ব ইউনুস আলী (লন্ডন), জেনারেল সেক্রেটারি-মাওলানা সৈয়দ নাঈম আহমদ, জয়েন্ট সেক্রেটারি-হাফিজ মাওলানা ইলয়াস (লন্ডন), মুফতি শাহ হিফজুল করীম মাশুক (লেস্টার), মাওলানা আখতারুজ্জামান (মিডলস্বরা), সহ- সেক্রেটারি-মুফতি সৈয়দ রিয়াজ আহমদ (লন্ডন), হাফিজ জিয়া উদ্দীন (লন্ডন), মাওলানা আব্দুল হক (রচডেল), সাংগঠনিক সম্পাদক- মাওলানা শামছুল আলম কিয়ামপুরী সহ-সাংগঠনিক সম্পাদক-মাওলানা নাজমুল হাসান (লন্ডন), হাফিজ মাওলানা মাসুম আহমদ (সাহেব জাদায়ে শায়খে কৌড়িয়া), হাফিজ মাওলানা আজহারুল ইসলাম খান (পোস্টমাউথ), মাওলানা মঈন উদ্দীন খান (লন্ডন), মাওলানা আব্দুল গফ্ফার (লন্ডন), হাফিজ মাওলানা নিজাম উদ্দীন (বামিংহাম), হাফিজ মাওলানা মিজানুর রহমান (ওয়েস্ট লন্ডন), হাফিজ মিফতাহুর রহমান (লন্ডন), ট্রেজারার হাফিজ রশীদ আহমদ (লন্ডন), সহ-ট্রেজারার মাওলানা আব্দুর রহমান (ব্রাডফোর্ড), প্রচার সম্পাদক মাওলানা শামছুল ইসলাম (ওয়েস্ট লন্ডন), সহ-প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল হাই (লন্ডন), মাওলানা তারেক চৌধুরী (লন্ডন), যুব বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ হোসাইন বিন ইমামুদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, তাফসিরুল কোরআন বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মশতাক আহমদ, দাওয়া বিষয়ক সম্পাদক- মাওলানা নাজমুল হোসাইন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা খালেদ আহমদ, সাহিত্য সম্পাদক হাফিজ মাওলানা আদনান আহমদ, অফিস সম্পাদক মাওলানা ফখরুদ্দীন বিশ্বনাথী, ওয়েল ফেয়ার সম্পাদক আলহাজ্ব হারুন মিয়া, সহ-ওয়েল ফেয়ার সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান কুরেশী, আলহাজ্ব সৈয়দ হোসেন আহমাদ (কিডির মিনিস্টার), সৈয়দ আরজু মিয়া (সান্ডারল্যান্ড), মিডিয়া সেক্রেটারি আরিফুল ইসলাম (লন্ডন) প্রমুখ। এমএইচ/ |