ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদের মতবিনিময় সভা
প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫, ০৭:০৯ বিকাল
নিউজ ডেস্ক

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদের শীর্ষ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের সাথে চলমান রাজনীতি নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে সভাপতিত্ব করেন, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

সংলাপে সংস্কার, নির্বাচন, নির্বাচন পদ্ধতি ও আলোচনা হয়। আলোচনা শেষে মতবিনিময় সভায় ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়:

১. আমরা প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই।

২. জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন সম্পন্ন করা।

৩. গণহত্যায় জড়িত ফ্যাসিস্টদের, টাকা পাচারকারীদের দ্রুত বিচার।

৪. আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র তৈরির ব্যাপারে ঐকমত্য হওয়া। যাতে ফ্যাসিবাদ কোনোভাবেই প্রতিষ্ঠিত না হয়।

৫. নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশে ইসলাম ও ধর্মবিরোধী সকল সুপারিশ বাতিল করতে হবে।

৬. পি আর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা।

এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সভাপতি হাসিবুর রহমান, অ্যাডভোকেট নুরে এরশাদ, সাকিব হোসেন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই, মাওলানা ইউনুস আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ,মাওলানা আহমাদ আব্দুল কাইউম।

এমএইচ/