নবীজিকে নিয়ে কটূক্তি, সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
প্রকাশ:
২২ এপ্রিল, ২০২৫, ০৫:১২ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মহানবী হজরত মুহাম্মদ সা.কে কটূক্তির অভিযোগে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কোহিনুর কেমিক্যাল কোম্পানির শ্রমিকরা। এতে মহাখালী থেকে আসা-যাওয়ার সড়কটি বন্ধ হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের আগ থেকে সড়কটি বন্ধ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ছুটে এসেছেন। তবে পরিস্থিতি এখনো শান্ত হয়নি। জানা গেছে, কারখানার কেমিক্যাল বিভাগের বিধান বাবু নামে এক কর্মকর্তা মহানবী হজরত মুহাম্মদ সা.কে নিয়ে কটূক্তি করেন। বিষয়টি জানতে পেরে শ্রমিকরা বিক্ষুব্ধ হন। পরে তারা প্রধান সড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ করেন। শ্রমিকদের দাবি হচ্ছে, সেই কর্মকর্তাকে চাকরিচ্যুত করার পাশাপাশি তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন। বিকেল ৪টা ৫০ মিনিটে সেনাবাহিনীর একজন কর্মকর্তা মেজর ইশতিয়াক জানান, কারখানাটির কর্তৃপক্ষ অভিযুক্তকে চাকরিচ্যুত করার আশ্বাস দিয়েছে। এছাড়া তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এমএইচ/ |