ইসলামে পরচুলা ও হেয়ার ট্রান্সপ্লান্ট: শরয়ি বিধান ও নির্দেশনা
প্রকাশ:
২২ এপ্রিল, ২০২৫, ০৭:৫৯ সকাল
নিউজ ডেস্ক |
![]()
পরচুলা মানে পরের চুল, নকল চুল বা কৃত্রিম চুল দ্বারা তৈরি মাথার আবরণ। সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে প্রাচীনকাল থেকেই নারী-পুরুষের মাঝে পরচুলার ব্যবহার চলে আসছে। তবে ইসলাম ধর্মে এর ব্যবহার নিয়ে অনেকেই জানতে চান—এটি কি শরিয়তসম্মত? মানুষের চুল ব্যবহার: কঠোর নিষেধ রাসুলুল্লাহ (সা.) বলেন— পশম ও কৃত্রিম চুল: সীমিত বৈধতা একইভাবে, সুনানে আবু দাউদের একটি হাদিসে এসেছে— لَا بَأْسَ بِالْقَرَامِلِ ‘করমাল’ হলো রেশম বা পশমের সুতা দিয়ে তৈরি একধরনের কেশগুচ্ছ, যা নারীরা নিজেদের চুলে সংযুক্ত করে ব্যবহার করতেন। প্রতারণার উদ্দেশ্য হলে নিষেধ হেয়ার ট্রান্সপ্লান্টের বিধান অজু ও গোসলের ক্ষেত্রে সতর্কতা পরচুলা ব্যবহার অত্যন্ত জরুরি হলে, অজু বা গোসলের সময় তা খুলে অজু/গোসল করে নেওয়া উচিত, পরে আবার পরা যেতে পারে। তবে হেয়ার ট্রান্সপ্লান্ট স্থায়ী হওয়ায় এতে অজুর কোনো সমস্যা নেই। এনএইচ/ |