মহানবীর আদর্শ অনুসরণ করলে আমাদের জীবন আলোকিত হবে : ধর্ম উপদেষ্টা
প্রকাশ:
২১ এপ্রিল, ২০২৫, ০৭:০৯ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
নুরুল কবির আরমান ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম খালেদ হোসেন বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শেই রয়েছে মানব জীবনের সর্বোত্তম দিকনির্দেশনা। তাঁর আদর্শ অনুসরণ করলে ব্যক্তি, পরিবার এবং সমাজ আলোকিত হয়ে উঠবে। রোববার (২০ এপ্রিল) রাতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের উদ্যোগে রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জাতীয় সীরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা আরও বলেন, “জনগণের ইচ্ছা ও অভিপ্রায় অনুযায়ী আগামী নির্বাচনের সময় নির্ধারিত হবে। সরকার একটি নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী কাজ করছে এবং প্রধান উপদেষ্টা যে রোডম্যাপ ঘোষণা করেছেন, সেই অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।” সম্মেলনে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা শরিয়ত উল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা মহিউদ্দিন বিন সুরজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, মাওলানা আতাউল্লাহ আমিন, আল-মানাহিল ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিন জমির, ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবু বকরসহ অসংখ্য আলেম-ওলামা, ইমাম-খতিব, মাদ্রাসার ছাত্র ও শিক্ষকবৃন্দ। সূত্র: খাগড়াছড়ি প্রতিনিধি এমএইচ/ |