হারামাইনে আজ জুমা পড়াবেন প্রখ্যাত দুই আলেম
প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৫, ১১:১২ দুপুর
নিউজ ডেস্ক

১৪৪৬ হিজরির শাওয়াল মাসের তৃতীয় জুমা আজ (১৮ এপ্রিল)। মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারী।

আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন শায়খ আবদুল্লাহ আওয়াদ আল জুহানী। আর মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়খ আব্দুল্লাহ আল বুওয়াইজান।

শায়খ আবদুল্লাহ আওয়াদ আল জুহানী ১৯৭৬ সালের ১৩ জানুয়ারি সৌদি আরবের মদিনায় জন্মগ্রহণ করেন। তিনি মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে কোরআন অনুষদ থেকে স্নাতক ডিগ্রি এবং মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট (পিএইচডি) অর্জন করেছেন। ২০০৭ সালের জুলাই মাসে মক্কার মসজিদে হারামের ইমাম হিসাবে নিযুক্ত হন। ২০০৮ সালের রমজান মাস থেকে তিনি মসজিদে হারামে তারাবির নামাজের ইমামতি করছেন। এর আগে তিনি মসজিদে নববি ও মসজিদে কিবলাতাইনের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার সুললিত কোরআন তিলাওয়াতের খ্যাতি বিশ্বব্যাপী।

শায়খ আব্দুল্লাহ আল বুওয়াইজানের জন্ম ১৯৭৯ সালে।তিনি ২০১৩ সালে মসজিদে নববির ইমাম এবং ২০১৬ সালে মসজিদে নববির খতিব নিযুক্ত হন।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

এনএইচ/