ওয়াকফ বিল: আজ ভারতীয় মুসলিমদের দৃষ্টি থাকবে সুপ্রিম কোর্টে
প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৫, ০৯:২৩ সকাল
নিউজ ডেস্ক

ভারতে সম্প্রতি পাস হওয়া ওয়াকফ সংশোধনী নিয়ে বেশ কয়েকটি রিট হয়েছে দেশটির উচ্চ আদালতে। আজ বুধবার (১৬ এপ্রিল) এসব রিটের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। ভারতজুড়ে আন্দোলনরত কোটি কোটি মুসলিমের নজর আজ সুপ্রিম কোর্টের দিকে থাকবে। সেখান থেকে আজ ভালো কোনো খবর আসবে বলে আশা করছেন তারা।

ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে তিন বিচারপতির একটি বেঞ্চ ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর বিরুদ্ধে দায়ের হওয়া ১১টি মামলার শুনানি করবে। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিষ্ণনাথন। এই মামলাগুলোর আবেদনকারীদের মধ্যে রয়েছেন: এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি, তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র, আপ নেতা আমানতুল্লাহ খান, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, জমিয়তে উলামায়ে হিন্দ, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ এবং আরও কয়েকটি মুসলিম সংগঠন।

মহুয়া মৈত্র বলেছেন, এই আইন পাস করার সময় সংসদের নিয়ম ভাঙা হয়েছে এবং এটি সম্পূর্ণ বাতিল করা উচিত। মোহাম্মদ জাওয়েদ (কংগ্রেস) এর মতে, এই আইন মুসলমানদের ধর্মীয় অধিকার লঙ্ঘন করছে।

ড. এ. রাজা (ডিএমকে) জানিয়েছেন, এই আইন তামিলনাড়ুর প্রায় ৫০ লাখ এবং গোটা দেশের ২০ কোটির বেশি মুসলমানের মৌলিক অধিকার ক্ষুণ্ন করছে। আজ সুপ্রিম কোর্টে এই মামলাগুলোর প্রাথমিক শুনানি হবে। যদি আদালত এই আইনকে অসাংবিধানিক বলে ঘোষণা করে, তাহলে এটা মুসলমানদের ধর্মীয় অধিকার এবং ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি বড় পরিবর্তন এনে দিতে পারে।

এনএইচ/