বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
প্রকাশ:
১৫ এপ্রিল, ২০২৫, ০৭:৪৯ সকাল
নিউজ ডেস্ক |
![]()
স্মার্টফোন ও কম্পিউটারের ওপর থেকে শুল্ক বাদ দেয়ার পর আজ সোমবার (১৪ এপ্রিল) বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। এর আগে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের ফলে স্বর্ণের দাম বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায়। যদিও শুল্ক ইস্যুতে অনিশ্চিয়তার কারণে স্বর্ণের দাম এখনও আউন্সপ্রতি তিন হাজার ২০০ ডলারের ওপরে রয়েছে। সোমবার (১৪ এপ্রিল) আউন্সপ্রতি স্বর্ণের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে তিন হাজার ২০৭ দশমিক ৩৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগের দিন স্বর্ণের দাম বেড়ে রেকর্ড তিন হাজার ২৪৫ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছিল।
ঐতিহ্যগতভাবে স্বর্ণকে ভূ-রাজনৈতিক এবং অর্থনৈতিক অনিশ্চয়তার বিরুদ্ধে একটি প্রতিরক্ষা হিসেবে দেখা হয়। গত শুক্রবার হোয়াইট হাউস চীনের উপর উচ্চতর পারস্পরিক শুল্ক থেকে স্মার্ট ফোন, কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য বাদ দেয়ার ঘোষণা দিয়েছে। তবে রোববার ট্রাম্প বলেছেন, তিনি সপ্তাহব্যাপী আমদানি করা সেমিকন্ডাক্টরের উপর শুল্ক হার ঘোষণা করবেন। গোল্ডম্যান শ্যাক্সের বিশ্লেষকরা বলছেন, ফেডারেল রিজার্ভের অধীনস্থতার ঝুঁকি বা মার্কিন রিজার্ভ নীতিতে পরিবর্তনের উপর বাজার নির্ভরশীল হয়ে পড়লে সেই চরম পরিস্থিতিতে বছরের শেষ নাগাদ স্বর্ণের দাম ৪ হাজার ৫০০ ডলারে পৌঁছাতে পারে। মার্কিন ডলার (.DXY), নতুন ট্যাব খোলার পর, তার সমকক্ষদের তুলনায় তিন বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে, যার ফলে বিদেশী ক্রেতাদের জন্য গ্রিনব্যাক-মূল্যের স্বর্ণের বার সস্তা হয়ে গেছে। এনএইচ/ |