এবারও ঢাকা-চট্টগ্রামে হজ প্রশিক্ষণ দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন
প্রকাশ:
১৪ এপ্রিল, ২০২৫, ০৮:১৪ রাত
নিউজ ডেস্ক |
![]()
আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে আস-সুন্নাহ ফাউন্ডেশন এবারও ঢাকা ও চট্টগ্রামে দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে। সোমবার (১৪ এপ্রিল) রাতে সংস্থাটির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “আপনি যে এজেন্সির সাথেই হজে যান না কেন, আমরা চাই আপনার হজ সহজ, সুন্দর ও মাবরুর হয়ে উঠুক।” সেই লক্ষ্যেই পূর্বের ধারাবাহিকতায় আস-সুন্নাহ ফাউন্ডেশন হজ প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ আয়োজন করা হচ্ছে। কর্মশালার সময় ও স্থান: ঢাকা: চট্টগ্রাম:
প্রবেশ ও অংশগ্রহণ: আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদন যাচাই শেষে নির্বাচিত অংশগ্রহণকারীদের মোবাইল ফোনে কল অথবা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। হজযাত্রীদের জন্য এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করেছেন অনেকেই, যা হজের বিভিন্ন রীতি ও করণীয় সম্পর্কে সঠিক ও বাস্তবসম্মত ধারণা পেতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এমএইচ/ |