৫ সংস্কার কমিশনে দলীয় মতামত জমা দিলো জমিয়ত
প্রকাশ:
১৩ এপ্রিল, ২০২৫, ০৫:১০ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে পাঁচটি সংস্কার কমিশনের প্রস্তাবনাসমূহ সম্পর্কে দলীয় মতামত জমা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। রোববার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনস্থ সংস্কার কমিশনের কার্যালয়ে দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল এই মতামত জমা দেয়। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান প্রফেসর আলী রীয়াজ এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের কাছে দলীয় মতামত সম্বলিত এই ফাইল হস্তান্তর করেন জমিয়ত নেতারা। জমিয়ত প্রতিনিধি দলের বাকি দুই সদস্য হলেন যুগ্মমহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী ও প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন। গত ১৩ মার্চ শুধু সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনাসমূহের মতামত দাখিল করা হয়। আজ অবশিষ্ট চার কমিশনের প্রস্তাবনাসমূহের মতামত জমা দেওয়া হয়। মোটাদাগে জমিয়ত ৫ কমিশনের সর্ব মোট ১৬৬টি প্রস্তাবনার মধ্যে ১০৯ টির সাথে একমত ও ২২টির সাথে আংশিক ভাবে একমত হয় এবং ৩৫ টির সাথে দ্বিমত পোষণ করে। এমএইচ/ |