আমাদের প্রত্যেকের হৃদয়ে বাস করে একেকটা ফিলিস্তিন: আজহারী
প্রকাশ:
১২ এপ্রিল, ২০২৫, ০৪:৩৫ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
লাখ লাখ জনতার অংশগ্রহণে পালিত হয়েছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। সেখানে জনসমুদ্রে স্লোগান তুলেছেন জনপ্রিয় বক্তা ও ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। গাজায় মুসলিম ভাইয়েরা কেন শহীদ হচ্ছে, এ ব্যাপারে জাতিসংঘের কাছে জবাব চেয়েছেন তিনি। শনিবার (১২ এপ্রিল) বিকেল সোয়া তিনটার দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েতের শুরুতেই মাইকে আসেন মাওলানা আজহারী। লাখ লাখ বিশৃঙ্খল জনতাকে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। আজহারী বলেন, ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, আল কুদুস, আল কুদুস, জিন্দাবাদ জিন্দাবাদ।’ এর আগে দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্টাটাসে মিজানুর রহমান আজহারী বলেন, ‘আজকের মার্চ ফর গাজা কর্মসূচি নিছক কোনো পদযাত্রা নয়। এটি আমাদের এই অঞ্চলের মুসলিমদের ঐক্যের এক নতুন সেতুবন্ধ রচনা করবে ইনশাআল্লাহ।’ এমএম/ |