২০ হাফেজা উপহার দিল আননুর মাদরাসা
প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৫, ১০:৪৩ দুপুর
নিউজ ডেস্ক

ঢাকা দক্ষিণ বনশ্রীর অনুর তাহফিজুল কুরআন মাদ্রাসা উপহার দিয়েছে ২০ জন হাফেজা। দেশের খ্যাতিমান আলেমেদ্বীন ও সঙ্গীত শিল্পীদের উপস্থিতিতে তাদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক, ক্রেস্ট সনদ, বোরকাসহ অন্যান্য উপহার। গতকাল শুক্রবার (১১ এপ্রিল ২৫) বিকালে তাহফিজুল কুরআন মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

প্রতিদিনের সংবাদের সহকারী সম্পাদক ও মাদ্রাসাতুল জান্নাহ এর প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাসউদুল কাদির বলেন, কোলাহলমুক্ত পরিবেশে সংগীতের এই অনুষ্ঠান ছাত্রীদের অনুপ্রাণিত করবে। আননূর তাহফিজ শিশুদের মনন গঠনে কাজ করছে। আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ূন আইয়ুব বলেন, শিশুদের গড়ে তোলা প্রয়োজন। আর এ ভালো কাজটিই করছে আননূর মাদরাসা। শিক্ষিত মা উপহার দেওয়ার আহবান জানান জামিয়া মাহমুদিয়ার প্রিন্সিপাল মাওলানা নুরুল আলম ইসহাকী। তিনি মাদরাসা ছাত্রীদের মানসম্পন্ন পাঠদানের জন্য মাদরাসা কর্তৃপক্ষের প্রশংসা করেন।

জামিয়া নূরে মদিনার মুহাদ্দিস মাওলানা সাইদুজ্জামান নূর বলেন, আন্নুর মাদ্রাসা ২০ জন হাফেজা উপহার দিয়ে প্রমাণ করলো, তারা সমাজকে বিনির্মাণে চেষ্টা অব্যাহত রেখেছে। নান্দনিক উপস্থাপক মীম সুফিয়ানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মুরাদ হোসেন, মাওলানা মাসুম বিল্লাহ ইলইয়াস, মাওলানা রায়হান ফারুক প্রমুখ। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলতে থাকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। হামদ ও নাতের সুর লহরীতে মাতিয়ে রাখে শিল্পীরা।

সংগীত পরিবেশন করেন, আহমদ আব্দুল্লাহ, মোস্তাফিজুর রহমান মারুফ, শরিফুল ইসলাম তাজদীদসহ আরো অনেকে। আন্নুর তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক মাওলানা মুজাহিদুল ইসলাম আগত মেহমানদের শুকরিয়া জ্ঞাপন করেন।

এনএইচ/