সড়কে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের
প্রকাশ: ০৯ এপ্রিল, ২০২৫, ০৭:২৮ বিকাল
নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শামসুল হক (৬০) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। 

বুধবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে দামুড়হুদার মুক্তারপুর রেড ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুল হক উপজেলার কুনিয়া চাঁদপুর মাদরাসার সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরে মাদরাসা ছুটির পর নিজ বাড়ি পীরপুরকুল্লা গ্রামে ফিরছিলেন শামসুল হক। পথে মুক্তারপুর রেড ইটভাটার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ইটভর্তি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা যান শামসুল হক।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএইচ/