মাদরাসা শিক্ষার্থীদের জন্য সিয়াসাত বিভাগে ভর্তির সুযোগ
প্রকাশ:
০৯ এপ্রিল, ২০২৫, ০৪:২৯ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ইসলামী রাষ্ট্রচিন্তা ও রাজনীতির সুনির্মিত বোধ এবং বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব গঠনের লক্ষ্যে মাহাদুল ফিকরি ওয়াদ দিরাসাতিল ইসলামিয়া শুরু করেছে সিয়াসাত বিভাগ। এখানে পাঠদান করা হবে এমন এক ধারায়, যেখানে ঐতিহ্য ও আধুনিকতা মুখোমুখি নয়— বরং একটি শক্তিশালী বুদ্ধিবৃত্তিক সেতুতে সংযুক্ত। যা যা শেখানো হবে যাদের জন্য এই বিভাগ যারা ইসলামী দৃষ্টিকোণ থেকে রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থার গভীর জ্ঞান অর্জনে আগ্রহী যারা আধুনিক রাষ্ট্রচিন্তার সঙ্গে ইসলামী চিন্তার মেলবন্ধন ঘটাতে চান যারা বাংলাদেশে একটি চিন্তাশীল, জবাবদিহিমূলক ও ঈমানদার নেতৃত্ব গঠনের স্বপ্ন দেখেন বিঃদ্রঃ আসন সীমিত। এখনই যোগাযোগ করুন। যোগাযোগ : 01754728695,01715964684, এসএকে/ |