হযরত খাদিজা (রা.) মহিলা মাদরাসায় ভর্তি চলছে
প্রকাশ:
০৯ এপ্রিল, ২০২৫, ১২:৫১ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় অবস্থিত হযরত খাদিজা (রা.) মহিলা মাদরাসা ছাত্রী ও শিশুদের জন্য ভর্তি কার্যক্রম চালু করেছে। চলতি শিক্ষাবর্ষে কিতাব বিভাগ, ইন্টারন্যাশনাল হিফজ বিভাগ, নাজেরা বিভাগ এবং বালক-বালিকা শাখায় আদর্শ নূরানী-কিন্ডারগার্টেন (শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি) পর্যন্ত ভর্তি চলছে। রয়েছে আবাসিক, অনাবাসিক এবং ডে-কেয়ার সুবিধা। মাদরাসাটি মালিবাগ চৌধুরীপাড়ার আবুল হোটেলের পাশে, উত্তরে বি-২৪/এ, ডি.আই.টি রোডে অবস্থিত। মূল সড়কের পাশেই শীতাতপ নিয়ন্ত্রিত, মনোরম ও কোলাহলমুক্ত পরিবেশে গড়ে তোলা প্রতিষ্ঠানটি সহজে যাতায়াতযোগ্য। মাদরাসার বিশেষ বৈশিষ্ট্য: বিশেষ দ্রষ্টব্য: মাদরাসার মুহতামিম মাওলানা মুফতী মুহাম্মদ যোবায়ের আহমদ (উজানী) বলেন, ‘আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পরিবেশে দ্বীনি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে মানসম্মত শিক্ষা প্রদান আমাদের লক্ষ্য। আগ্রহী অভিভাবকগণকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আপনাদের সন্তানদের একটি সুস্থ, নিরাপদ ও ইসলামী শিক্ষাভিত্তিক ভবিষ্যতের জন্য আমাদের মাদরাসায় ভর্তি করান।’ ভর্তি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন: প্রতিষ্ঠাতা পরিচালক: হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ঢালী চাঁদপুরী মুহতামিম: মাওলানা মুফতী মুহাম্মদ যোবায়ের আহমদ (উজানী) যাতায়াত: এসএকে/ |