জামিআতুল বালাগ আলইসলামিয়া’য় ভর্তির সুযোগ
প্রকাশ:
৩০ মার্চ, ২০২৫, ০১:১০ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মধ্যবাড্ডার একটি খালেছ দ্বীনী শিক্ষা ও গবেষণামূলক উচ্চতর ইসলামি শিক্ষা ও দাওয়াহ প্রতিষ্ঠান জামিআতুল বালাগ আলইসলামিয়া ঢাকা। একঝাঁক যোগ্য উস্তাযের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে এ প্রতিষ্ঠান। মাদরাসার ইফতা ও উলূমুল হাদীস বিভাগ মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা থেকে ২-৪ বছরের প্রশিক্ষণপ্রাপ্ত মেধাবী ও মুখলিস উস্তাযবৃন্দের তত্ত্বাবধান ও নিয়মিত দরস দানে পরিচালিত হয়। পাশাপাশি উভয় বিভাগে মারকাযুদ দাওয়াহ-এর শিক্ষা কারিকুলামের অনুসরণে বছরে তিনটি সেমিস্টার পদ্ধতিতে পাঠদান করা হয়। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানা যায়, আগামী ৭ শাওয়াল থেকে ১৪৪৬-৪৭ হিজরী শিক্ষাবর্ষে সীমিত কোটায় মেধাবী, মনোযোগী ও পরিশ্রমী তালিবুল ইলমদের ভর্তি নেবে এ প্রতিষ্ঠান। বিস্তারিত:
২.আততাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা (২ বছর মেয়াদী) ৩. মাদানী নেসাব (১ম বর্ষ - ৪র্থ বর্ষ) সার্বিক যোগাযোগঃ মুহতামিম, মাওলানা মুফতী খায়রুল ইসলাম কাসেমী, ০১৮১৭-৫১০১৮০. যাতায়াত: ঢাকার যেকোনো জায়গা থেকে বাড্ডা, শ-৫৮, আদর্শনগর, মধ্যবাড্ডা, ঢাকা-১২১২ । |