স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা: এড. আকন্দ
প্রকাশ: ২৬ মার্চ, ২০২৫, ০৬:০৪ বিকাল
নিউজ ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল মহনগরীর আমীর মাওলানা কামরুল আহসান ইমরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
 সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারী শহীদুল্লাহ কায়সার, আনোয়ার হোসেন সুজন, খুনিদকার আবু হানিফ, গোলাম মোহসিন খান, ডা. আজিজুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল বারী, ওয়ালীউল্লাহ মোজাহিদ।

প্রধান অতিথির বক্তব্যে এড. মতিউর রহমান আকন্দ বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন থাকবে, মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে এবং একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। স্বাধীনতার ৫৫ বছর অতিবাহিত হচ্ছে অথচ বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এদেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাটতন্ত্র ও গুম-খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করা হয়েছে।

মতিউর রহমান আকন্দ আরো বলেন, ২০২৪ সালের জুলাই আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ফ্যাসিস্ট সরকারের পতন ঘটালেও এখনো স্বৈরাচারী ব্যবস্থার পরিবর্তন হয়নি। 

২০২৫ সালের মহান স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার হোক দেশ থেকে দুর্নীতি, দু:শাসন, অন্যায়, অনৈক্যের রাজনীতি, অবিচার উৎখাত করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। যে ব্যবস্থা বিগত ৫৫ বছরে রাজনৈতিক স্থিতিশীলতা, সহনশীলতা, গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন, মানবাধিকার, মানুষের ভোটাধিকার, অপসংস্কৃতির সয়লাব ও নারীর সম্মান ও সম্ভ্রব রক্ষা করতে পারেনি; সে ব্যবস্থা প্রত্যাখ্যান করে মানবতার মুক্তি ও কল্যাণের একমাত্র গ্যারান্টি ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে। অন্ধকারের পঙ্কিল আবর্ত থেকে মানবতাকে উদ্ধার করে আলোর পথে নিয়ে আসতে হবে।

এসএকে/