ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনে স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত 
প্রকাশ: ২৬ মার্চ, ২০২৫, ০৫:৩৯ বিকাল
নিউজ ডেস্ক

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২৫ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (২৬শে মার্চ) সকালে জেলার প্রতিটি উপজেলায় এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বলে সূত্রে জানা যায়। এরই অংশ হিসেবে ভাঙ্গা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রেও এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের জেলা ফিল্ড অফিসার মো. রাসেল।

অনুষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুরআন তিলাওয়াত, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মডেল এম.সি মাওলানা ফরহাদ হোসেন, জি.সি মাওলানা আইয়ুব আলী, জি. সি মাওলানা মো. কিবরিয়া মুন্সি, মো. আবু সাইদ ডা. আনছু, 

প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন, হাফেজ মাওলানা আবুল খায়ের, মাওলানা আলী হায়দার, মুফতি মোস্তফা কামাল খন্দকার, মাওলানা মুস্তাকিন, মুফতি ইসমাঈল হোসেন, মাওলানা জাকারিয়া, হাফেজ মাওলানা আব্দুস সালাম সহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতীবগণ প্রমুখ। 

সবশেষে দেশ ও দেশের কল্যাণে আল্লাহর দরবারে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন, ভাঙ্গা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম মাওলানা মাসরুর।

হাআমা/