বুধবার আলেমদের উদ্দেশে বিশেষ বয়ান করবেন শায়খ ইব্রাহিম আফ্রিকী
প্রকাশ: ২৩ মার্চ, ২০২৫, ০৭:০২ বিকাল
নিউজ ডেস্ক

মুহিউদ্দীন মাআয

ঢাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়াতু ইব্রাহিমের খানকায়ে মাহমুদিয়ায় ইতিকাফ করছেন শায়খুল হাদীস হযরত মাওলানা জাকারিয়া রহ.-এর সুযোগ্য খলিফা ও হযরত ফকীহুল উম্মাহ মুফতিয়ে আজম মাহমুদ হাসান গাঙ্গুহী রহ.-এর জানেশীন আরিফ বিল্লাহ হযরত মাওলানা ইবরাহীম আফ্রিকী।

পবিত্র রমজানের শুরু থেকে আকাবিরীনে দেওবন্দের একটি মুবারক জামাতসহ দেশ বিদেশের হাজার হাজার উলামায়ে কেরাম ও সাধারণ মুসল্লিদের আগমনে মুখরিত হয়ে আছে খানকায়ে মাহমুদিয়ার রূহানি পরিবেশ।

তারই ধারাবাহিকতায় আগামী ২৬ মার্চ ২০২৫ ইং (২৫ রমজান) রোজ বুধবার সকাল ১০.৩০ থেকে দুপুর ১ টা পর্যন্ত উলামায়ে কেরামের উদ্দেশ্যে "মজলিসুল উলামা" এর আয়োজন করা হয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ড (বেফাক)-এর মহাসচিব ও খানকায়ে মাহমুদিয়ার ইতিকাফ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মাহফুজুল হক আওয়ার ইসলামকে জানান, উক্ত ‘মজলিসুল উলামা’য় দেশের ওলামা-মাশায়েখের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিবেন,  শায়খুল মাশায়েখ হযরত মাওলানা ইবরাহীম আফ্রিকী। সাথে সাথে দেশ-বিদেশের অন্যান্য ওলামায়ে কেরাম মূল্যবান নসীহত পেশ করবেন।

এছাড়াও তিনি ‘মজলিসুল উলামা’ বাস্তবায়নে সকলের সহযোগিতা ও স্বত:স্ফূর্ত উপস্থিতি বিশেষভাবে কামনা করেছেন।

হাআমা/