ইফতা বিভাগে ভর্তি নিচ্ছে মাদরাসা ফয়জুল উলুম আজিমপুর ঢাকা
প্রকাশ:
১৮ মার্চ, ২০২৫, ০২:৩৩ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
রাজধানী ঢাকার আজিমপুরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী খালেছ দ্বীনি প্রতিষ্ঠান ‘মাদরাসা ফয়জুল উলুম আজিমপুর ঢাকা’। অর্ধশতাব্দীকাল যাবত শত-শত যোগ্য ও দক্ষ আলেম তৈরী করেছে প্রতিষ্ঠানটি। তারা আজ দেশের বিভিন্ন প্রান্তে দ্বীনের আলো ছড়িয়ে যাচ্ছেন নিরবচ্ছন্নভাবে। সঠিক পথ দেখাচ্ছেন পথভোলা উম্মাহকে। স্বনামধন্য এ প্রতিষ্ঠানটির বর্তমান মুহতামিমের দায়িত্ব পালন করছেন হযরত মাওলানা ছাখাওয়াতুল্লাহ (হাফিজাহুল্লাহ)। এবং ইফতা বিভাগের মুশরিফের দায়িত্বে আছেন মুফতি রফিকুল ইসলাম (হাফিজাহুল্লাহ)। সম্প্রতি, ইফতা বিভাগের ভর্তি সংক্রান্ত একটি বিজ্ঞাপণ জারি করেছে প্রতিষ্ঠানটি। তাতে জানা যায়, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা বিভাগে সীমিত কোটায় পরিশ্রমী ও অধ্যয়নশীল ছাত্রদের ভর্তি নেওয়া হবে। আরও জানা যায়, ৬ শাওয়াল থেকে ১৩ শাওয়াল পর্যন্ত প্রতিষ্ঠানটির ভর্তির কার্যক্রম চলবে। ইফতায় ভর্তিচ্ছু ছাত্রকে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইফতা বিভাগের পাঠ্যবস্তু হিসেবে থাকবে: এছাড়া ইফতা বিভাগের অন্যান্য বৈশিষ্ট সমূহে জানা যায়, ঠিকানা: ঢাকার যেকোনো স্থানে নেমে বাস অথবা সিএনজি যোগে আজিমপুর কবরস্থানের পশ্চিমপাশে, ৭৯, নতুন পল্টন লাইন, আজিমপুর ঢাকা। যোগাযোগ: ০১৮১৭০১০৬৩১, ০১৭২৯৯২৭৫৫৫, ০১৭১১৩০২৯২৩ । এমএম/ |