ভারতে বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়ায় শিক্ষার্থী গ্রেপ্তার
প্রকাশ: ১৭ মার্চ, ২০২৫, ০৪:৩৪ দুপুর
নিউজ ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের মীরাটে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায় নামাজ পড়ার অভিযোগে পুলিশ এক ছাত্রকে গ্রেপ্তার করেছে। গতকাল রবিবার (১৬ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

হোলি উদযাপনকে কেন্দ্র করে প্রকাশিত একটি কথিত ভিডিওর বিরুদ্ধে স্থানীয় হিন্দু গোষ্ঠীগুলির বিক্ষোভের পর খালিদ প্রধান (খালিদ মেওয়াতি) কে গ্রেপ্তার করা হয়েছিল, যেখানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একদল ছাত্রকে নামাজ পড়তে দেখা গেছে।

এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন খালিদ প্রধান এবং তিনজন নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করেছে এবং ভিডিওটি আপলোডকারী খালিদ প্রধানের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

সদর দেহাত সার্কেল অফিসার শিব প্রতাপ সিং পিটিআইকে বলেন, "আইআইএমটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নামাজ পড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে।" খালিদ প্রধানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

গঙ্গা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) অনুপ সিং জানিয়েছেন, এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ২৯৯ নম্বর ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের সংশ্লিষ্ট বিধান অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, এ বছর হোলি উৎসব পালিত হয়েছে পবিত্র রমজান মাসের দ্বিতীয় শুক্রবার। ধর্মীয় উত্সবের কারণে ভারতের বিভিন্ন স্থানে জুমার নামাজের সময় পরিবর্তন করা হয়েছে এবং কোথাও কোথাও মসজিদ ঢেকে রাখার মতো পদক্ষেপও নেওয়া হয়েছে।

নারনা/