১৭ তম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম
প্রকাশ:
১৭ মার্চ, ২০২৫, ০৪:০৭ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
|| তাওহীদ আদনান ইয়াকুব || (সূরা নামল, সূরা কাসাস ও সূরা আনকাবূত) আলহামদুলিল্লাহ, রমাদানের এই বরকতময় রাতে আমরা সপ্তদশ তারাবির তেলাওয়াতে আল্লাহর মহিমান্বিত বাণী শ্রবণ করব। কুরআন শুধু পাঠের জন্য নয়, বরং তা মানবতার পথপ্রদর্শক, সত্য-মিথ্যার পার্থক্যকারী এবং ন্যায় ও কল্যাণের নির্দেশক। এই অংশে আমরা নবীদের সংগ্রাম, অবাধ্য জাতির পরিণতি, আল্লাহর অসীম কুদরত, ঈমানের পরীক্ষাসমূহ এবং পরকালীন জীবনের গুরুত্ব সম্পর্কে জানব। বিশেষ করে, মুসা (আ.)-এর জীবন, ফেরাউনের জুলুম ও তার ধ্বংস, কারুনের সম্পদের মোহ ও তার করুণ পরিণতি, লুত (আ.)-এর জাতির শাস্তি এবং পূর্ববর্তী উম্মতদের ভুল থেকে নেওয়ার শিক্ষাগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া, আল্লাহর দয়া, তাওহীদের প্রতি আহ্বান এবং নামাজের গুরুত্ব নিয়েও আলোচনা এসেছে। ১. সূরা নামল (৫৬-৯৩) – আল্লাহর কুদরত ও নবীদের শিক্ষা লুত (আ.)-এর জাতির ধ্বংস (৫৬-৫৮)
শুয়াইব (আ.)-এর জাতির পরিণতি (৫৯-৬০)
আল্লাহর কুদরতের নিদর্শন (৬১-৬৬)
কিয়ামতের ভয়াবহতা ও শাস্তি (৬৭-৭৫)
নবী (সা.)-এর প্রতি সান্ত্বনা (৭৬-৯৩)
২. সূরা কাসাস (১-৮৮) – মুসা (আ.)-এর সংগ্রাম ও ফেরাউনের পতন মুসা (আ.)-এর জন্ম ও শৈশব (১-২১)
মুসা (আ.)-এর নবুওয়াত ও ফেরাউনের অহংকার (২২-৪২)
কারুনের ধন-সম্পদ ও তার ধ্বংস (৭৬-৮২)
দুনিয়ার সাময়িকতা ও আখিরাতের শ্রেষ্ঠত্ব (৮৩-৮৮)
৩. সূরা আনকাবূত (১-৪৫) – ঈমানের পরীক্ষা ও পূর্ববর্তী জাতির শিক্ষা ঈমানদারদের পরীক্ষা (১-১৩)
পূর্ববর্তী জাতিগুলোর পরিণতি (১৪-৪০)
আল্লাহর সৃষ্টির নিদর্শন ও মুশরিকদের যুক্তিহীনতা (৪১-৪৫)
মূল শিক্ষা ও বার্তা:
উপসংহার: এই পারায় নবী মুসা (আ.)-এর সংগ্রাম, ফেরাউনের অহংকার, কারুনের ধ্বংস, নবী লুত (আ.)-এর জাতির শাস্তি এবং অন্যান্য জাতির অবাধ্যতার পরিণতি বর্ণিত হয়েছে। আসুন, আমরা কুরআনের এ মহান শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করি, আমল করি এবং নিজেদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করি। আল্লাহ আমাদের কুরআনের শিক্ষাগুলো উপলব্ধি করে সঠিক পথে চলার তাওফিক দান করুন—আমিন! লেখক : ফাযেলে দারুল উলুম দেওবন্দ ও নদওয়াতুল উলামা লাখনৌ, হাআমা/ |