রোজা অবস্থায় তরকারির স্বাদ পরীক্ষা করা যাবে কি?
প্রকাশ:
১৭ মার্চ, ২০২৫, ০৩:৫৭ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
|| মুহিউদ্দীন মাআয || রান্নায় স্বাদের হেরফের হওয়া, এবং এ নিয়ে খুনসুটি হওয়া বাঙালি পরিবারে নিত্যনৈমিত্তিক ব্যাপার। কখনও খুনসুটি রূপ নেয় পারিবারিক কলহে। নানা ধরণের ঝামেলা তৈরী হয় এই সামান্য রান্নার স্বাদ থেকে। কিন্ত রমজানে রোজা অবস্থায় রান্নার স্বাদ ঠিক রাখতে করণীয় কী? এব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো— স্বামীর বদমেজাজি থেকে বাঁচতে কিংবা একান্ত প্রয়োজন হলে রোজা রেখে তরকারির স্বাদ পরীক্ষা করা যাবে। গলার ভেতর প্রবেশ না করলে রোজার কোনো ক্ষতি হবে না । এমনকি বিশেষ প্রয়োজনে শিশু বা বৃদ্ধদের জন্য কোনো কিছু চিবিয়ে দিলেও রোজার কোনো সমস্যা হবে না । (মুছান্নিফে ইবনে শায়বা ৬/২০২) এসব ক্ষেত্রে কুলি করে নেওয়া ভালো। কুলি না করলেও সমস্যা নেই। তবে অবশ্যই থুথু ফেলতে হবে। উল্লেখ্য, বিনা প্রয়োজনে কোনো কিছু মুখে নেওয়া বা চিবানো মাকরুহ। আর সেটা অনিচ্ছায় গলার ভেতর চলে গেলে রোজা ভেঙে যাবে। তবুও রোজা পূর্ণ করতে হবে এবং পরবর্তীতে একটি রোজা কাজা আদায় করতে হবে, কাফফারা লাগবে না। আর খাদ্যবস্তু ইচ্ছাকৃতভাবে গিলে ফেললে সে দিনের রোজাও পালন করবে এবং কাজা ও কাফফারা উভয় আদায় করতে হবে। (ফাতাওয়া হিন্দিয়া ১/২০৬) এমএম/ |