১৬ তম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম
প্রকাশ:
১৬ মার্চ, ২০২৫, ০৪:১২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
|| তাওহীদ আদনান ইয়াকুব || (সূরা ফুরকান, সূরা আশ-শুআরা ও সূরা নামল ১-৫৫ পর্যন্ত) আলহামদুলিল্লাহ, পবিত্র রমাদানের এই বরকতময় রাতে আমরা আল্লাহর কালাম শ্রবণ করার সৌভাগ্য লাভ করছি। কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, বরং তা মানুষের জীবনকে আলোকিত করার এক চিরন্তন বিধান। ১৬ তম তারাবির তেলাওয়াতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় শুনবো, যা আমাদের ঈমানকে দৃঢ় করবে এবং নৈতিকতা ও সত্যের পথে পরিচালিত করবে। এই অংশে আল্লাহ তায়ালা সত্য ও মিথ্যার পার্থক্য স্পষ্ট করেছেন, নবীদের দাওয়াত ও তাদের উম্মতের প্রতিক্রিয়া তুলে ধরেছেন, এবং আল্লাহর অসীম কুদরতের প্রমাণ আমাদের সামনে উপস্থাপন করেছেন। বিশেষ করে, নবী সুলায়মান (আ.)-এর ঘটনা, বিলকিসের ঈমান গ্রহণ, মুসা (আ.)-এর সংগ্রাম এবং বিভিন্ন অবাধ্য জাতির ধ্বংসের বিবরণ আমাদের জন্য শিক্ষণীয়। এই আয়াতগুলো আমাদের মনে করিয়ে দেয় যে, আল্লাহর পথেই রয়েছে চূড়ান্ত সফলতা, আর যারা অহংকার ও অন্যায়ের পথে চলবে, তারা ধ্বংসের সম্মুখীন হবে। ১. সূরা ফুরকান (২১-৭৭) – সত্য ও মিথ্যার পার্থক্য অহংকারী কাফেরদের দাবী ও তাদের পরিণতি (২১-৩৪)
সত্য ও মিথ্যার মাঝে সুস্পষ্ট পার্থক্য (৩৫-৪৪)
আল্লাহর নিদর্শন ও তাঁর কুদরতের বিবরণ (৪৫-৬২)
ইবাদুর রহমান’ বা আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলি (৬৩-৭৭)
২. সূরা আশ-শুআরা (১-২২৭) – নবীদের দাওয়াত ও জাতিগুলোর প্রতিক্রিয়া কুরআনের বিশেষত্ব ও নবী (সা.)-এর দায়িত্ব (১-৬৮)
পূর্ববর্তী নবীদের কাহিনি:
শিক্ষা:
৩. সূরা নামল (১-৫৫) – সুলায়মান (আ.) ও আল্লাহর কুদরত কুরআনের গুরুত্ব ও ঈমানদারদের সুসংবাদ (১-১৪)
সুলায়মান (আ.) ও বিলকিসের ঘটনা (১৫-৪৪)
লুত (আ.)-এর জাতির ধ্বংস (৪৫-৫৫)
মূল শিক্ষা ও বার্তা:
উপসংহার: এই পারায় নবীদের সংগ্রাম, সত্য-মিথ্যার সংঘর্ষ, আল্লাহর কুদরত এবং নৈতিক শিক্ষা বর্ণিত হয়েছে। আসুন, এই শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করি এবং আমাদের জীবনকে কুরআনের আলোয় আলোকিত করি। আল্লাহ আমাদের কুরআনের শিক্ষাগুলো অনুধাবন ও জীবনে বাস্তবায়নের তাওফিক দান করুন—আমিন! লেখক, ফাযেলে দারুল উলুম দেওবন্দ ও নদওয়াতুল উলামা লাখনৌ, হাআমা/ |