গর্ভবর্তী মায়েদের রোজা না রাখার সুযোগ আছে কি না?
প্রকাশ: ১৬ মার্চ, ২০২৫, ০৩:৪৮ দুপুর
নিউজ ডেস্ক

|| মুহিউদ্দীন মাআয ||

প্রতিটি নারীর জীবনে গর্ভাবস্থা একটি সুন্দর,স্মরণীয় ও আনন্দময় সময়। তবে এই সময়ের সকল জটিলতা ও সমস্যার বিষয়ে একটু বেশিই সতর্ক থাকতে হয়। কেননা গর্ভস্থ শিশুর মেধা বিকাশ ও বেড়ে ওঠা অনেকটা নির্ভর করে গর্ভবতী মায়ের সঠিক পুষ্টি গ্রহণের ওপর।

এ সময় মা রোজা রাখবে কি না, তা নির্ভর করে হবু মা ও তাঁর গর্ভস্থ শিশুর সুস্থতার ওপর। মা ও শিশু উভয়ে যদি সব দিক থেকে সুস্থ ও স্বাভাবিক থাকে, তাহলে মাকে রোজা রাখতে হবে।  (ফাতওয়ায়ে রহিমিয়া-৭/২৭০)

আর মা যদি নিজের কিংবা শিশুর কোনো ক্ষতির আশংকা করেন তাহলে মায়ের জন্য রোজা না রাখার সুযোগ রয়েছে। (সূরা বাকারা-১৮৫)

তবে রোজা না রাখারটা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী হতে হবে।

এমএম/