মহানগর ছাত্র জমিয়তের ইফতার মাহফিল
প্রকাশ:
১৬ মার্চ, ২০২৫, ০২:০৩ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (১৫মার্চ) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠানটি হয়। নগর সভাপতি হাফিজ জামিল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি ও যুগ্ম সম্পাদক এম সাইফুর রহমানের যৌথ উপাস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধাণ অতিথি হিসাবে আলোচনা করে- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্মসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- রমজান আল্লাহ পাকের পক্ষ থেকে মানবজাতির জন্য বিশেষ এক উপহার। এই মাসে আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি অতুলনীয় রহমত বর্ষিত হয়। বান্দা হিসাবে এই মাসের পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব। পবিত্র এই মাসে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন, ডাকাতি, ছিনতাই, মাদকসেবনসহ নানাবিধ সমাজবিধ্বংসী অপরাধের মাত্রা বেড়ে চলেছে। এসব অপরাধের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাই। তিনি এই রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মহানগর জমিয়তের সহ সভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, দক্ষিণ জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, নগর ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা হাসান আহমদ, সাবেক সাধারণ সম্পাদক এম বেলাল আহমদ চৌধুরী, সাবেক সভাপতি মাওলানা আবুল খায়ের, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ((সিলেট বিভাগ) মাওলানা হুসাইন আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আমিনুল ইসলাম, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আহবায়ক হাবিবুর রহমান মাসরুর প্রমুখ। বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগরের সিনিয়র সহ সভাপতি তোফায়েল আহমদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সিলেট মহানগরের সভাপতি নুরুল ইসলাম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট মহানগরের সভাপতি আল মাহমুদ, ইসলামী আন্দোলন সিলেট মহানগরের সহ সভাপতি জাকাওয়াত হুসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরের প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিসিলেট মহানগরের যুগ্ম সম্পাদক আল আমিন, এমসি কলেজ নেতা শোভন শাহজাহান আবিদ, সরকারি কলেজ আহবায়ক তানবির আহমদ খান। এসময় আরও উপস্থিত ছিলেন- ছাত্র জমিয়ত এয়ারপোর্ট থানার আহবায়ক মাহবুবুর রহমান, জালালাবাদ থানার সভাপতি আব্দুল হালিম, কোতোয়ালি থানার সভাপতি রায়হান আহমদ, জালালাবাদ থানার সেক্রেটারি শাকির আলম, মোগলাবাজার থানার সেক্রেটারি নুরুদ্দীন, শাহপরান থানার সেক্রেটারি মীর আইনুল হক, এমসি কলেজ শাখার সেক্রেটারি হোসাইন আহমদ, ফরিদ উদ্দিন, রাফি উদ্দিন সালিম, দক্ষিণ জেলার আলিয়া মাদ্রাসা সম্পাদক সুহাইল আহমদ, শায়খুল ইসলাম, আবিদ আহমদ, আব্দুল্লাহ মামুন, উবায়দুল্লাহ মাসরুর, তাওহীদুল ইসলাম, করিমুল্লাহ, মুজাহিদুল ইসলাম প্রমুখ। এমএইচ/ |