বৃহত্তর মোগলাবাজারে ৬০০ রোজাদারের মাঝে ইফতার বিতরণ
প্রকাশ: ১৬ মার্চ, ২০২৫, ১২:০৭ দুপুর
নিউজ ডেস্ক

বৃহত্তর মোগলাবাজারের পাঁচটি ইউনিয়ন—জালালপুর, সিলাম, কুচাই, দাউদপুর ও মোগলাবাজারে ৬০০ রোজাদারের মাঝে ইফতার বিতরণ করেছে ‘যুব ঐক্য পরিষদ বৃহত্তর মোগলাবাজার’। শুক্রবার (১৪ মার্চ ২০২৫) এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশ-বিদেশের অসংখ্য শুভাকাঙ্খী ও দাতাদের সহযোগিতায় এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। তারা বলেন, একটি মানবিক সমাজ গঠনের লক্ষ্যে সংগঠনটি আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে এবং এরই অংশ হিসেবে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। রমজানের পবিত্রতা ও সৌন্দর্য রক্ষা করতে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতেই এ আয়োজন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ইফতার বিতরণ কর্মসূচি বাস্তবায়নে যারা অর্থ, শ্রম ও সময় দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রবাসী ও স্থানীয় শুভাকাঙ্খীদের এই অবদান নিঃসন্দেহে প্রশংসনীয়। 

তারা আরও বলেন, সবসময় এভাবে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হবে।

সংগঠনটি জানায়, আগামী ঈদুল ফিতরের পর আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের সকল প্রস্তুতি গ্রহণ করা হবে। আত্মপ্রকাশের পর সংগঠনের কাঠামোগত উন্নয়ন, দুঃস্থ ও সুবিধাবঞ্চিতদের সহায়তা, শিক্ষাবৃত্তি প্রদান এবং যুব সমাজের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে।

সংগঠনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনটি এলাকার মানুষের কল্যাণে নিবেদিত থাকবে।

এমএইচ/